ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ওজন মাপার ত্রুটিপূর্ণ সরঞ্জামের বিরুদ্ধে তল্লাশি চালাতে ওসিদের নির্দেশ
Published : Thursday, 18 November, 2021 at 9:01 PM
ওজন মাপার ত্রুটিপূর্ণ সরঞ্জামের বিরুদ্ধে তল্লাশি চালাতে ওসিদের নির্দেশওজন মাপার ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ও বাটখারা ব্যবহারকারীদের বিরুদ্ধে বিনা পরোয়ানায় তল্লাশি চালাতে থানার ওসিদের নির্দেশ দিয়েছেন রাঙামাটি জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) এক অফিস আদেশে এ নির্দেশ দেন। একইসঙ্গে দোষীদের আইনের আওতায় আনারও পরামর্শ দেওয়া হয়।

আদেশে বলা হয়, ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপক সরঞ্জাম বা বাটখারা ব্যবহার ভোক্তাদের জন্য একটি সাধারণ সমস্যা। এসব ব্যবহার বাংলাদেশের আইন অনুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। ত্রুটিপূর্ণ ওজন মাপার সরঞ্জাম, বাটখারা ও অন্যান্য যন্ত্রপাতি পরিদর্শন এবং বিনা পরোয়ানায় তল্লাশির জন্য সংশ্লিষ্ট থানার ওসিদের ক্ষমতা দেওয়া হয়েছে। এসব ত্রুটিপূর্ণ যন্ত্রপাতি ব্যবহারের দায়ে এক বছর কারাদণ্ড, জরিমানা এমনকি উভয় দণ্ডের বিধান রয়েছে।

রাঙামাটি চিফ জুডিশিয়াল আদালতের প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) দেবাশীষ দত্ত বলেন, ‘ত্রুটিপূর্ণ ওজন মাপার সরঞ্জামাদি ও বাটখারা সংক্রান্ত তল্লাশি পরিচালনায় এক অফিস আদেশে সংশ্লিষ্ট থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে।’