প্রধানমন্ত্রীর কথায় অনুপ্রাণিত মাহমুদউল্লাহ
Published : Friday, 19 November, 2021 at 12:00 AM
বিশ্বকাপ
ব্যর্থতার পর সমালোচনায় বিদ্ধ বাংলাদেশের ক্রিকেটাররা। তবে প্রধানমন্ত্রী
শেখ হাসিনা ক্রিকেটারদের পাশেই আছেন। গণভবনে বুধবার বিকালের সংবাদ সম্মেলনে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের খেলা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছিলেন
প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সেই প্রসঙ্গ উঠতেই সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ
ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রীকে।
বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক
জানিয়েছেন, প্রধানমন্ত্রীর উৎসাহ-অনুপ্রেরণা সবসময়ই দলের জন্য কল্যাণকর।
শুক্রবার পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে নামছে বাংলাদেশ। ওই
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে মাহমুদউল্লাহ বলেছেন, ‘আলহামদুলিল্লাহ্। আমিও
শুনেছি (প্রধানমন্ত্রীর) কথাটা। মাননীয় প্রধানমন্ত্রীকে অসংখ্য অসংখ্য
ধন্যবাদ। তার এই কথা আমাদের আরও অনুপ্রাণিত করবে। সত্যি কথা বলতে, এটা
আমাদের দলের জন্য অনেক ইতিবাচক একটা মন্তব্য।’
টি-টোয়েন্টি অধিনায়ক আরও
যোগ করেছেন, ‘প্রধানমন্ত্রী সবসময় যেভাবে আমাদের অনুপ্রাণিত করেন, সমর্থন
করেন, এটা অবিশ্বাস্য। এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পক্ষ থেকে এটা
নিশ্চিত করবো যে, আমরা যেন আমাদের শতভাগের বেশি দিয়ে এই সিরিজটা খেলতে
পারি। ইনশাআল্লাহ্।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স ছিল
যাচ্ছেতাই। বিশ্বকাপে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে বুধবার এক সাংবাদিক
প্রধানমন্ত্রীর কাছে জানতে চেয়েছিলেন, ‘বাংলাদেশের এই পারফরম্যান্স আপনি
হতাশাজনক বলে মনে করেন কি?’
জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা এত হতাশ
হচ্ছেন কেন! বাংলাদেশ আজকে বিশ্বকাপে খেলছে, দুই-একটি দলকে হারাচ্ছে এটাই
তো বড় কথা। তারা খেলছে এটাই অনেক। আমি চাচ্ছি, তাদের আরও ট্রেনিং করানো।
একটুতে হতাশ হওয়া যাবে না, আবার বেশি উৎফুল্ল হওয়াও যাবে না। আগামীতে ভালো
করবে।’