ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের রেফারি অনির্দিষ্টকাল নিষিদ্ধ!
Published : Friday, 19 November, 2021 at 12:00 AM
গোলশূন্য ড্র হয়েছে ব্রাজিল-আর্জেন্টিনার সুপার ক্লাসিকো। বাছাই ম্যাচের এই ফল অবশ্য তাদের কাতার বিশ্বকাপের পথে বাধা হতে পারেনি। তবে রেফারিং বিতর্ক সৃষ্ট করেছে ঠিকই। বাজে রেফারিংয়ের কারণে ওই ম্যাচের রেফারি ও ভিডিও রেফারিকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে দক্ষিণ আমেরিকান ফুটবলের নিয়ন্ত্রক কনমেবল।
ঠিক কী কারণে দুই রেফারিকে এমন শাস্তি পেতে হয়েছে। তারও ব্যাখ্যা দিয়েছে সংস্থাটি। মূল ঘটনাটি আসলে আর্জেন্টাইন ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দিকে ঘিরে। বল দখলের লড়াইয়ে ওতামেন্দির কনুইয়ের গুঁতোয় মারাত্মকভাবে আঘাত পান ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। রক্তও ঝরতে দেখা যায় মুখ থেকে। অথচ এমন ঘটনায় রেফারি ও ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারিকে কোন ভূমিকাই নিতে দেখা যায়নি!
সন্দেহজনক এই আচরণের পর কনমেবল বিবৃতিতে বলেছে, ‘প্রধান রেফারি আন্দ্রেস ইসমায়েল ও ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি এস্তেবান দানিয়েলের পারফরম্যান্স বিশ্লেষণ করে দেখা হয়েছে। তারা দুজনেই ভয়ানক রকমের ভুল করেছেন। যা গুরুতর ও স্পষ্ট।’