ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউনিভার্সিটি ক্লাব কুমিল্লার নতুন কমিটি গঠনবর্ণাঢ্য আয়োজনে
কুমিল্লায় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন
Published : Friday, 19 November, 2021 at 12:00 AM, Update: 19.11.2021 1:02:54 AM
কুমিল্লায় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপনস্টাফ রিপোর্টার।। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীদের উদ্যোগে কুমিল্লায় প্রতিষ্ঠিত প্রথম সংগঠন ইউনিভার্সিটি ক্লাব কুমিল্লার উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫তম বার্ষিকী ‘বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত হয় পুনর্মিলনী অনুষ্ঠানও। কুমিল্লার কাবিলয় অবস্থিত ইস্টার্ন মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ইউনিভার্সিটি ক্লাব কুমিল্লা লিমিটেডের বার্ষিক সাধারণ সভা। এতে সভাপতিত্ব করেন ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ড. শাহ মো: সেলিম। ৫৫তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক দীলিপ পোদ্দারের স্বাগত বক্তব্যের পর সাধারণ সম্পাদকের প্রতিবেদন পেশ করেন ক্লাবের কার্যকরী সাধারণ সম্পাদক কাজী সোহেল হায়দার। পুনর্মিলনী ২০২০ এর হিসাব বিবরণী উপস্থাপন করেন কোষাধ্যক্ষ নজরুল আমিন।
বার্ষিক আয় ব্যায়ের হিসাব উপস্থাপন করেন সিনিয়র সহ সভাপতি ও ক্লাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মীর আবু তাহের। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন ইস্টার্ণ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো: কলিম উল্লাহ, কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অধ্যক্ষ রুহুল আমিন ভূইয়া, কুমিল্লা অজিত গুহ কলেজের প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক হাসান ইমাম মজুমদার ফটিক, বিশিষ্ট আইনজীবী এডভোকেট গোলাম ফারুক, বিশিষ্ট নারীনেত্রী অধ্যাপক জেএন লিলি।
ধন্যবাদ জ্ঞাপন করেন মোকাদ্দেস আলী মজুমদার শাহীন। অনুষ্ঠান উপস্থাপনা করেন এডভোকেট ফাহমিদা জেবিন। পরে ৫৫তম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে কেক কাটা হয়।কুমিল্লায় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপনদ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ইস্টার্ণ মেডিক্যাল কলেজের বিদেশি ছাত্র-ছাত্রীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী শিউলী রায়, কৌতুক উপস্থাপন করেন বিশিষ্ট অভিনেতা নাছির আহমেদ।
অনুষ্ঠানে ইউনিভার্সিটি ক্লাব কুমিল্লার ৭ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও ৪১ সদস্য বিশিষ্ট (২০২১-২০২৩) নির্বাহী কমিটি গঠন করা হয়। কার্যনির্বাহী কমিটির সভাপতি করা হয়েছে মোকাদ্দেস আলী মজুমদার শাহীন ও সাধারণ সম্পাদক করা হয়েছে কাজী সোহেল হায়দারকে।
এছাড়া কমিটির অন্যান্যরা হলেন- ক্লাব পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শাহ্ মোঃ সেলিম, ব্যস্থাপনা পরিচালক অধ্যক্ষ মীর আবু তাহের, পরিচালক (অর্থ) অধ্যাপক দীলিপ পোদ্দার, নির্বাহী পরিচালক কাজী সোহেল হায়দার। সদস্যরা হলেন: অধ্যক্ষ রুহুল আমিন, অধ্যক্ষ কবির আহমেদ, মাইনুল ইসলাম টিপু, মো: বদরুল আলম মিলন, মোঃ সাহিদ হোসেন মজুমদার, মোসাদ্দেক আলী মজুমদার শাহীন, এডভোকেট ফাহমিদা জেবীন, অধ্যাপক শওকত আবেদিন লিটন, নজরুল আমিন, অধ্যক্ষ মফিজুল ইসলাম, অধ্যাপক দুলাল চন্দ্র নন্দী, মোঃ নুরুল আলম ও আহসানুল কবীর।
উপদেষ্টা পরিষদ: প্রদীপ কান্তি রাহা, প্রফেসর ড. আলী আশরাফ, হাসান ইমাম মজুমদার ফটিক, এডভোকেট গোলাম ফারুক, ড. শাহ মোঃ সেলিম, অধ্যক্ষ রুহুল আমিন ও অধ্যক্ষ বিলকিস আরা বেগম।কুমিল্লায় ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দিবস’ উদযাপননির্বাহী পরিষদ: সভাপতি মোকাদ্দেস আলী মজুমদার শাহীন, সহ-সভাপতি মীর আবু তাহের, সহ-সভাপতি ড. জে.এন.লিলি, সহ-সভাপতি রোটারিয়ান ফারুক আহমেদ, সহ-সভাপতি অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, সহ-সভাপতি অধ্যক্ষ এমদাদুল হক পলাশ, সাধারণ সম্পাদক কাজী সোহেল হায়দার, যুগ্ম সাধারণ সম্পাদক শওকত আবেদিন লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট ফাহমিদা জেবীন, সহ- সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল চন্দ্র্র নন্দী, সহ- সাধারণ সম্পাদক মোফাজ্জল হায়দার ছোটন, সহ- সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন, সাংগঠনিক সম্পাদক আহসানুল কবীর, সহ সাংগঠনিক সম্পাদক মাঈনুল ইসলাম ভূঁইয়া, সহ সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান বাবু, অর্থ ও হিসাব রক্ষণ বিষয়ক সম্পাদক নজরুল আমিন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম পলাশ, সহ আইন বিষয়ক সম্পাদক এডভোকেট ইকবাল হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মাহমুদা আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদক অধ্যাপিকা হোসনে আরা বেগম, তথ্য গবেষণা ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রোটারিয়ান আবু তাহের, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তা মজুমদার বাচ্চু, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ নজরুল ইসলাম, প্রকাশনা বিষয়ক সম্পাদক অধ্যাপক সফিকুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অধ্যাপক সালমা আক্তার, স্বাস্থ্য ও সমাজ সেবা বিষয়ক সম্পাদক কাজী নবী নেওয়াজ, অফিস নিয়ন্ত্রক সম্পাদক জাকির হোসেন চৌধুরী, সহÑঅফিস নিয়ন্ত্রক সম্পাদক সেলিনা আক্তার মুক্তা, অপ্যায়ন বিষয়ক সম্পাদক উত্তম চন্দ্র, ক্রীড়া বিষয়ক সম্পাদক হোসাইন মোরশেদ ফরহাদ। এছাড়া কার্যকরী সদস্যারা হলেন জাহাঙ্গীর হোসেন মজুমদার, মোঃ হারুনুর রশিদ, অধ্যক্ষ আবুল কালাম আজাদ, প্রফেসর আবদুছ সালাম, মোঃ আবদুল মজিদ, অধ্যাপক এনামুল হক, ইরফানুল হাসান, অধ্যাপক রুহুল আমিন, মিজানুর রহমান, শাহ্ মোঃ আশিক ইমরান ও সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন।