ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
হঠাৎ উত্তপ্ত নেদারল্যান্ডস
Published : Saturday, 20 November, 2021 at 1:35 PM, Update: 20.11.2021 1:40:27 PM
হঠাৎ উত্তপ্ত নেদারল্যান্ডসকরোনার নতুন বিধিনিষেধের বিরোধিতায় বিক্ষোভে উত্তাল নেদারল্যান্ডসের শহর রটারডাম। প্রতিবাদকারীরা রাস্তায় নামলে সংঘাতে জড়িয়ে পড়ে নিরাপত্তা বাহিনী। এসময় ফাঁকা গুলি এবং জলকামান ব্যবহার করে পুলিশ। এতে বেশ কয়কজন আহত হন।

আন্দোলনকারীরা বলছেন, সরকার ‘কোভিড পাস’ কার্ডের পরিকল্পনা নিয়েছে। এছাড়া আসন্ন নবর্বষ উপলক্ষে আতশবাজি নিষিদ্ধের সিদ্ধান্ত নেওয়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। নেদারল্যান্ডসে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় সম্প্রতি তিন সপ্তাহের জন্য লকডাউনও ঘোষণা করে সরকার।

সরকারের এসব সিদ্ধান্তের প্রতিবাদে শুক্রবার রাতে রাস্তায় নেমে নামেন সাধারণ মানুষ। আন্দোলনকারীদের দমাতে পুলিশ ফাঁকা গুলিও ছোড়ে। এতে পরিস্থিতি আরও অবনতি হয়। একপর্যায়ে পুলিশের গাড়ি এবং রাস্তায় আগুন জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধরা। সহিংসতায় জড়িত থাকায় ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

বার্তা সংস্থা রয়র্টাসকে পুলিশ জানিয়েছে, জনগণের সম্পত্তি রক্ষায় বাধ্য হয়ে সতর্কীকরণ গুলি চালায় নিরাপত্তা বাহিনী। এতে দুইজন আহত হয়েছেন। সহিংসতার কারণে রটারডাম শহরকে জরুরি অবস্থার আওতায় রেখেছে প্রশাসন। এছাড়া প্রধান স্টেশন ব্ন্ধ ঘোষণা রয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণে রেখেছে প্রশাসন