ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবীদ্বারে শীত কম্বল পেলেন ২শতাধিক হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ
এ,বি,এম আতিকুর রহমান বাশার
Published : Saturday, 20 November, 2021 at 1:42 PM
দেবীদ্বারে শীত কম্বল পেলেন ২শতাধিক হতদরিদ্র ও ছিন্নমূল মানুষদেবীদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের বিশিষ্ট ঠিকাদার ব্যবসায়ি দানবীরআলহাজ¦ মোসলেম ভূঁইয়ার উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারো শীতার্থ মানুষের
মধ্যে শীত কম্বল বিতরণ করেছেন।শনিবার সকালে উপজেলার ১০নং গুনাইঘর ইউনিয়নের রাম্পুর গ্রামের ভূঁইয়াবাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক গরিব শীতার্থদের মধ্যেওই শীত কম্বল বিতরণ করেন।কণকণে শীতের মউসুমে জুবু-থুবু খাওয়া মানুষগুলো আগাম শীত কম্বল পেয়ে সবাই খুবই আনন্দীত হয়েছেন। মাশিকাড়া গ্রামের অশিতপরায়ন বৃদ্ধা আমিরুন্নেছা বলেন, আমাদের দানবীর মোসলেম আছে বলেই আমাদের কয়েক
গ্রামের হত দরিদ্র মানুষদের শীতের কাপুনি, ঈদের সেমাই-চিনি-কাপড়, মেয়েরবিয়ে, নিজেদের চিকিৎসা নিয়ে তেমন ভাবতে হয়না। মোসলেম করোনায় আক্রান্তহওয়ার পর আমরা তার সুস্থ্যতার জন্য দোয়া করেছি।বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুল ইসলাম বলেন, মোসলেম ভূইয়া আমাদের গৌরব,দরিদ্র, অসহায়, দুস্থ্য ও ছিন্নমূল মানুষের পাশেই নন, তিনি মসজিদ, মাদ্রাসা,বিদ্যালয়, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়নেঅভূতপূর্ব ভূমিকা পালন করে আসছেন।এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক এবিএম আতিকুর রহমান
বাশার, বীর মুক্তিযোদ্ধা মোঃ সফিকুল ইসলাম, ইউপি সদস্য ও মাশিকাড়াউচ্চবিদ্যালয় পরিচালনা পর্ষদ’র সদস্য মোঃ মিজানুর রহমান, অব: সেনা সদস্য মোঃজাহাঙ্গীর আলম, ইউপি সদস্য মোঃ সামসুল হক, ইউপি সদস্য মোসাম্মৎ ছালেহা বেগম, মোঃ জহিরুল ইসলাম, মোঃ মোবারক হোসেন প্রমূখ।