ঢাকায় হাভাল ব্রান্ডের নতুন সংযোজন এইচ সিক্স ১.৫ লিটার টার্বো
Published : Tuesday, 14 December, 2021 at 12:00 AM
শীর্ষস্থানীয় মোটর গাড়ি ব্র্যান্ড হাভাল এর এইচ সিক্স ১.৫ লিটার টার্বো বাজারে এলো। বাংলাদেশে প্রিমিয়াম হাভাল এসইউভি এর একমাত্র পরিবেশক এইস অটোস এ এর লঞ্চিং অনুষ্ঠান আয়োজীত হয়েছে। শনিবার তেজগাঁওয়ে এইস অটোসের শো-রুমে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম, সিইও, বিশেষ অতিথি এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। দেশের গাড়ির বাজারে এখন বেশ জনপ্রিয় হাভাল স্পোর্টস ইউটিলিটি ভেহিক্যাল (এসইউভি)। এই এসইউভির একটা অভিজাত ডিজাইন রয়েছে। সব মিলিয়ে নিরাপত্তার দিক বিবেচনায় হাভাল এসইউভি এগিয়ে থাকছে অন্যান্য ব্র্যান্ড থেকে। টার্বোচার্জড ইঞ্জিন, জ্বালানী সাশ্রয়ী প্রযুক্তি, ব্লাইন্ড স্পট সহায়তা, রিয়ার ক্রস ট্রাফিক সহ অত্যাধুনিক সব প্রযুক্তি সমৃদ্ধ এইচ সিক্স ১.৫ লিটার টার্বো।