ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দাউদকান্দিতে ৪০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তার
Published : Tuesday, 14 December, 2021 at 12:00 AM, Update: 14.12.2021 12:12:59 AM
দাউদকান্দিতে ৪০ কেজি গাঁজাসহ ২ জন গ্রেপ্তারআলমগীর হোসেন, দাউদকান্দি ||
প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৪০ কেজী গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। সোমবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাউদকান্দি উপজেলার শহীদনগর সোনালী আশ ইন্ডাস্ট্রির সামনে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী একটি প্রাইভেটকারে ( ঢাকা মেট্রো- ১৪-১২৩৫) তল্লাশী চালিয়ে সাব-ইন্সপেক্টর এ.এস.এম গোলাম আজম সঙ্গীয় র্ফোস নিয়ে গাঁজাসহ তাদের আটক করেন।
আটককৃতরা হলো ঢাকা জেলার সাভার থানার দক্ষিণ শ্যামপুর গ্রামের আব্দুর রব মিয়ার ছেলে চুনু মিয়া( ৪২) এবং সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার থামাই নগর গ্রামের মৃত কাঞ্চন মন্ডলের ছেলে মোফাজ্জল মন্ডলে (৫৫)।
এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দাউদকান্দি মডেল থানায় এস আই গোলাম আজম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। আসামীদের কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।