Published : Tuesday, 14 December, 2021 at 6:59 PM, Update: 14.12.2021 7:01:04 PM
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা প্রশাসনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা মিলনায়তনে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র জিএম মীর হোসেন মীরু। চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মনজুরুল হকের সভাপতিত্বে ও সমাজ সেবা কর্মকর্তা নাছির উদ্দিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তমালিকা পাল, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মোহাম্মদ তৈয়ব হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছাকিনা বেগমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।