ব্রিসবেনে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯৪ রানের ইনিংস খেলেছিলেন ডেভিড ওয়ার্নার। সেই ইনিংসেই পাওয়া পাঁজরের চোটে ফিল্ডিং করতে পারেননি ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে, ব্যাটিংয়েও নামতে পারেননি নিজেদের দ্বিতীয় ইনিংসে। তবে সহজ জয়ই পেয়েছিল অস্ট্রেলিয়া।
স্বাগতিকদের আশা ছিল, দ্বিতীয় ম্যাচের আগেই পুরোপুরি ফিট হয়ে যাবেন ওয়ার্নার। কিন্তু মঙ্গলবারও দলের অনুশীলনে পুরোপুরি স্বচ্ছন্দে ব্যাটিং করতে পারেননি এ বাঁহাতি ব্যাটার। কোনো বোলারের বোলিং না খেলে শুধুমাত্র থ্রো-ডাউনের বিপক্ষে নেট সেশন সারেন তিনি।
তবু তাকে নিয়েই দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার অ্যাডিলেইডে হবে দিবারাত্রির ম্যাচটি। এই ম্যাচের আগেরদিনই একাদশ প্রকাশ করেছেন অধিনায়ক প্যাট কামিনস। দলে পরিবর্তন শুধু একটি। জশ হ্যাজলউডের জায়গায় প্রায় তিন বছর পর টেস্টে সুযোগ পেয়েছেন ঝাই রিচার্ডসন।
ওয়ার্নারকে একাদশে রাখার বিষয়ে কামিনস বলেছেন, ‘যদি ওয়ার্নার মনে করে যে সে স্বাভাবিক অবস্থায় নেই, তাহলে সে খেলবে না। ভাবতে যাবেন না, এখন স্বাভাবিকের চেয়ে অন্যরকম করে ব্যাটিং করবে। গতকাল খানিক অস্বস্তি নিয়ে ব্যাটিং করেছে সে। ওয়ার্নারকে চিনি আমি, সে এটা মিস করবে না।’
অ্যাশেজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার একাদশ
মার্কাস হ্যারিস, ডেভিড ওয়ার্নার, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), প্যাট কামিনস (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লিয়ন ও ঝাই রিচার্ডসন।