ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাতপাকে বাঁধা পড়লেন সুশান্তের প্রেমিকা অঙ্কিতা
Published : Wednesday, 15 December, 2021 at 12:23 PM
সাতপাকে বাঁধা পড়লেন সুশান্তের প্রেমিকা অঙ্কিতাবিয়ে করলেন অঙ্কিতা লোখান্ডে। মুম্বাইয়ে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে মঙ্গলবার তার বিয়ের জমকালো অনুষ্ঠান হয়ে গেল। পাত্র ভিকি জৈন।  প্রেমিক বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যুর পর ভিকির সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন জনপ্রিয় এ অভিনেত্রী। 

ভারতের জনপ্রিয় বিনোদনভিত্তিক ওয়েবসাইট বলিউড বাবল ও পিঙ্ক ভিলার বুধবারের প্রতিবেদনে বলা হয়েছে— বিয়েতে আয়োজনের কোনো কমতি ছিল না।  তিন দিনব্যাপী প্রি-ওয়েডিং অনুষ্ঠান হয়। ওইসব অনুষ্ঠানে দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়স্বজনরা উপস্থিত ছিলেন।  মঙ্গলবার সাতপাকে বাঁধা পড়েন দুজন। 

অঙ্কিতা লোখান্ডের ঘনিষ্ঠ বান্ধবী সৃষ্টি তাদের বিয়ের প্রথম ছবি প্রকাশ্যে আনেন।  ছবিতে দেখা যাচ্ছে সেলফির ঢংয়ে পোজ দিচ্ছেন নবদম্পতি।  সোনালী রঙের লেহেঙ্গা ও ভারি স্বর্ণালঙ্কার পড়া অঙ্কিতাকে অসাধারণ লাগছিল।  বিয়েতে একদম রূপকথার রাজকন্যা হয়েই সামনে ধরা দেন অঙ্কিতা। তার সঙ্গে মিলিয়ে ভিকি পড়েছেন ঘি রঙের শেরওয়ানি।