জয়পুরহাটের কালাইয়ে সিগারেটের আগুন পরনের কাপড়ে লেগে মোয়াজ্জেম হোসেন নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ঘটনার পর পুলিশ গিয়ে ঘরের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করেছে। বুধবার সকালে ঐ উপজেলার জিন্দারপুর ইউনিয়নের ইঠাইল গ্রামে এ ঘটনা ঘটেছে।
প্রতিবেশী ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বৃদ্ধ মোয়াজ্জেম হোসেনের পরিবারের লোকজন পার্শ্ববর্তী পাঁচগ্রামে মেয়ের বাড়ি বেড়াতে যায়। তিনি একাই বাড়িতে থাকেন। রাতে বাড়ির মূল গেটে তালা লাগিয়ে এবং নিজ কক্ষের দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন মোয়াজ্জেম। রাতের কোনো এক সময় ধুমপানের জন্য ঘুম থেকে ওঠেন। ঐ সময় কোনোভাবে সিগারেটের আগুন পরনের কাপড়ে লেগে যায়। এতে তিনি পুড়ে মারা যান।
আরো জানা গেছে, বুধবার সকালে বাড়ির গেট বন্ধ দেখে এবং প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে গেট ও ঘরের দরজা ভেঙে দেখে ঐ বৃদ্ধের পরনের কাপড়সহ লেপ-কাঁথা পুড়ে ছাই হয়ে গেছে এবং পোড়া লাশ মাটিতে পড়ে আছে।
কালাই থানার ওসি সেলিম মালিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। তবে ঐ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি।