ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
ইউপি নির্বাচন
চান্দিনায় আরো দুই ইউনিয়নে ইভিএমে ভোট
১২ ইউনিয়নের মধ্যে ইভিএম ৩টি
রণবীর ঘোষ কিংকর।
Published : Wednesday, 15 December, 2021 at 9:08 PM
চান্দিনায় আরো দুই ইউনিয়নে ইভিএমে ভোটচান্দিনার বারোটি ইউনিয়নের মধ্যে নতুন করে আরও দুইটি ইউনিয়নে অনুষ্ঠিত হবে ভোট গ্রহণ। বিষয়টি নিশ্চিত করে বিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন। গত ১৪ ডিসেম্বর নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা-২ উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক  বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। 
এতে চান্দিনা উপজেলার জোয়াগ ও বাতাঘাসী ইউনিয়নে নতুন করে ইভিএম ভোটিং এর আওতায় আনা হয়। এর আগে পঞ্চম ধাপে কুমিল্লার তিন উপজেলার ২৫টি ইউনিয়নের মধ্যে শুধু চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নে ইিভিএম পদ্ধতিতে ভোট গ্রহণের কথা ছিল। এ নিয়ে চান্দিনা তিনটি ইউনিয়নে অনুষ্ঠিত হবে  ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ। আর বাকি ৯ ইউপিতে ভোটগ্রহণ হবে ব্যালেট পদ্ধতিতে।
জানা যায়, গত ২৭ নভেম্বর পশ্চম ধাপে দেশের ৭০৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করে ইসি। এ ধাপে কুমিল্লার চান্দিনা উপজেলার ১২টি ইউনিয়নের ভোট গ্রহণের তারিখও নির্ধারণ করা হয়। নির্বাচনী তফসিল অনুযায়ী আগামী ৫ জানুয়ারি ভোটগ্রহণ। 
বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো. আহসান হাবীব।