১০ বছর পর পালিয়ে থেকে ধরা খেলেন সাজাপ্রাপ্ত আসামি
Published : Wednesday, 15 December, 2021 at 9:15 PM
কক্সবাজারের টেকনাফে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৫) এর সদস্যরা জাহিদ হোসেন খলিফা (৫৫) নামে অর্থ আত্মসাৎ মামলায় ১০ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে । তিনি বগুড়া সদর জেলার কাটনার পাড়া এলাকার আব্দুল কুদ্দুস খলিফার ছেলে। ১০ বছর ধরে তিনি বিভিন্ন জায়গায় পালিয়ে ছিলেন। বুধবার সকালে টেকনাফ র্যাব-১৫ ক্যাম্পের ইনচার্জ লেফটেনেন্ট কমান্ডার মাহবুব রহমান চৌধুরী প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।তিনি জানান, গোপন সংবাদের তথ্য অনুযায়ী মঙ্গলবার বিকালে র্যাব-১৫ এর একটি আভিযানিক দল কক্সবাজারের সদর কলাতলী সুগন্ধা পয়েন্ট এলাকা থেকে ১০ বছরের সাজাপ্রাপ্ত ওই আসামিকে গ্রেফতার করে। গ্রেফতার জাহিদ ১০ বছর ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে ছদ্মনামে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিলেন।
লেফটেনেন্ট কমান্ডার মাহবুব রহমান আরও বলেন, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে দুই কোটি টাকা আত্মসাৎসহ আটটি মামলা রয়েছে। এর মধ্যে আত্মসাৎ মামলায় তার ১০ বছরের কারদণ্ডাদেশ দেন বগুড়ার আদালত। গ্রেফতার জাহিদকে বগুড়া জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।