ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সরকারি স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশ
Published : Wednesday, 15 December, 2021 at 10:02 PM
সরকারি স্কুলে ভর্তির লটারির ফল প্রকাশসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদনের ফল বুধবার সন্ধ্যায় ভর্তির ওয়েবসাইটে (https://gsa.teletalk.com.bd) প্রকাশ করা হয়েছে। এ ছাড়া এসএমএসে তা জানা যাচ্ছে। ১৯ ডিসেম্বর বেসরকারি বিদ্যালয়ে ভর্তির আবেদনের লটারি অনুষ্ঠিত হবে।

এর আগে বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বিশেষ সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এ লটারি অনুষ্ঠিত হয়। এর কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি এ সময় হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো স্কুলে শিক্ষার্থী ভর্তিতে অতিরিক্ত ফি নিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান কোনো ব্যবসার জায়গা নয়। এটা নৈতিকতা চর্চার জায়গা। 

তিনি আরও বলেন, নীতিমালার বাইরে গিয়ে কোনো স্কুল ভর্তি কার্যক্রম পরিচালনা করতে পারবে না। যদি কেউ লটারির বাইরে গিয়ে ভর্তি পরীক্ষা আয়োজন ও অতিরিক্ত ফি নেয়া তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
যেভাবে জানা যাচ্ছে ফল : http://gsa.teletalk.com.bd শীর্ষক ওয়েবসাইট থেকে রেজাল্ট পাওয়া যাচ্ছে। এ ছাড়াও মোবাইলের মাধ্যমে রেজাল্ট পেতে টেলিটক মোবাইল নাম্বার থেকে GSARESULTUSER ID লিখে 16222 নাম্বারে সেন্ড করতে হবে। উদাহরণ: GSA RESULT DFSRESGSID Send 16222.