ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কোয়ারেন্টিন শেষে মুক্ত নারী ক্রিকেটাররা
Published : Thursday, 16 December, 2021 at 12:00 AM
জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে ৫ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা ছিল বাংলাদেশ নারী দলের ক্রিকেটারদের। কিন্তু ওমিক্রনের প্রভাবে সেই কোয়ারেন্টিন গিয়ে দাঁড়ায় ১৫ দিনে। অবশেষে বুধবার (১৫ ডিসেম্বর) মুক্তি মিলেছে বাংলাদেশ নারী দলের। বুধবার ১৯ ক্রিকেটারের করোনা টেস্ট করা হয়। প্রত্যেকের রিপোর্টই নেগেটিভ আসে। ফলে বন্দি জীবন থেকে মুক্তি মেলে ক্রিকেটারদের। নারী দলের ম্যানেজার তৌহিদ মাহমুদ বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাইপর্ব খেলে গত ১ ডিসেম্বর দেশে ফিরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। দেশে ফিরে হোটেল সোনারগাঁওতে ৫ দিনের কোয়ারেন্টিনে প্রবেশ করেন তারা। সেখানেই দুই ক্রিকেটারের করোনা ধরা পড়ে। তিন দিন আগে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই দুজন ওমিক্রনে আক্রান্ত। পরে আরেকজন নারী ক্রিকেটার করোনায় আক্রান্ত হন। ওই তিনজনকে আইসোলেশনে রাখা হয়। আগামী ২০ ডিসেম্বর তাদের করোনা পরীক্ষা করা হবে। আইসোলেশনে থাকলেও তারা তিনজন পুরোপুরি সুস্থ আছেন বলে জানিয়েছে বিসিবি।

বাংলা ট্রিবিউনকে নারী দলের ম্যানেজার তৌহিদ মাহমুদ বলেছেন, ’২২ ক্রিকেটার ও কোচিং স্টাফদের মধ্যে তিনজন আইসোলেশনে আছেন। বাকি ১৯ জনের সবাই করোনা নেগেটিভ হয়েছে। ফলে তাদের সবাইকে ছুটি দেওয়া হয়েছে। অন্তত ৮ থেকে ১০ দিন ছুটি কাটানোর পর ক্যাম্পে তারা ক্যাম্পে ফিরবেন।’

করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের কারণে নারী ক্রিকেটারদের ঢাকায় ফিরতে হয় কয়েকটি দেশ ঘুরে। মূলত দক্ষিণ আফ্রিকান অঞ্চলে নতুন ওই ভ্যারিয়েন্টের কারণেই ঝামেলার পড়ে পুরো দল। দেশে ফিরে হোটেল সোনারগাঁওয়ে কোয়ারেন্টিনে ছিল নারী দল। কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও দুদেশের কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ঢাকায় আসায় সোমবার সোনারগাঁও হোটেল থেকে নারী ক্রিকেটারদের স্থানান্তর করা হয়।

টানা বন্দি জীবন কাটানোর পর বাড়ি ফিরতে উন্মুখ হয়ে থাকা ক্রিকেটারদের বিসিবি নিজ উদ্যোগে বাড়ি পৌঁছানোর ব্যবস্থা করছে, জানুয়ারিতে কুয়ালালামপুরে হবে কমনওয়েলথ গেমসের বাছাইপর্ব। বাছাইপর্ব থেকে মাত্র একটি দল সুযোগ পাবে বার্মিংহাম কমনওয়েলথ গেমসে খেলার। বাছাইপর্বের আগে কয়েক সপ্তাহের ক্যাম্প দিয়ে মাঠে ফিরবে সালমারা। তার আগে নিজেদের মতো করে দিন কাটানোর সুযোগ পাচ্ছেন তারা।