ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বার্সাকে হারিয়ে ম্যারাডোনা কাপ জিতলো বোকা
Published : Thursday, 16 December, 2021 at 12:00 AM
ডিয়েগো ম্যারাডোনার মৃত্যুর এক বছর পূরণ হয়েছে গত ২৫ নভেম্বর। প্রতি বছর আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরকে স্মরণ করতে ম্যারাডোনা কাপের আয়োজন হয়েছে ১৪ ডিসেম্বর। উদ্বোধনী আসরে এমন দুটি দল এতে অংশ নিলো, যারা ম্যারাডোনার খেলোয়াড়ি জীবনের অংশ ছিল এক সময়। বার্সেলোনা-বোকা জুনিয়র্সের সেই ম্যাচটি শেষ পর্যন্ত পেনাল্টিতে জিতেছে আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্স।

সৌদি আরবের রিয়াদে জয়-পরাজয় ছাপিয়েও এই ম্যাচের উদ্দেশ্য ছিল ম্যারাডোনাকে অমর করে রাখা। লিগে নিষ্প্রভ থাকা বার্সেলোনা নতুনদের নিয়ে মাঠে নেমেছিল। কোচ জাভি পরিবর্তন আনেন ১১টি।

সতর্ক শুরুর পর বার্সা অগ্রগামিতাও পায় ৫০ মিনিটে। ফেরান ব্লাঙ্ক লিড এনে দিয়েছিলেন। ১৫ মিনিট পর সমতা ফেরায় বোকা জুনিয়র্সও।খেলা পেনাল্টি শুট আউটে গেলে সেখানে ভাগ্য সহায় হয়নি বার্সার। বোকা জুনিয়র্স মাঠ ছাড়ে ৪-২ গোলে জিতে।

বোকা জুনিয়র্সে ম্যারাডোনার ক্যারিয়ার স্থায়ী ছিল ১৯৮১ সাল থেকে ১৯৮২। এর পর আবার ১৯৯৫ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত খেলেছেন। বোকায় এক দফা খেলেই যোগ দেন স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায়। নাপোলিতে যোগ দেওয়ার আগে দুই মৌসুম এই দলটির জার্সিতে খেলেছেন ১৯৮৬ বিশ্বকাপ জয়ী।