ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
চোখের জলে ফুটবলকে বিদায় আগুয়েরোর
Published : Thursday, 16 December, 2021 at 12:00 AM
বেশি দিন হয়নি বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। ৬ মাসেরও কম। কিন্তু ফুটবল বিধাতা যে ভিন্ন কিছুই লিখে রেখেছিলেন! হৃদরোগের স্বাস্থ্যগত সমস্যায় ফুটবলকে বিদায় বলে দিয়েছেন সের্হিয়ো আগুয়েরো।

স্বাস্থ্যগত সমস্যায় আর্জেন্টাইন স্ট্রাইকারকে হাসপাতালে যেতে হয় গত ৩০ অক্টোবর। আলাভেসের বিপক্ষে খেলতে নেমে বুকে অস্বস্তিবোধ করেছিলেন। তখনই এক প্রকার খবর রটে যায়, স্বাস্থ্যগত কারণে হয়তো আর মাঠেই ফেরা হবে না আর্জেন্টাইন তারকার। বুধবার যখন অবসর ঘোষণা দিচ্ছিলেন, তখন অশ্রুভেজা চোখ দেখে বোঝা যাচ্ছিল, শেষটা এমন হোক কখনও চাননি তিনি। সংবাদ সম্মেলনেও বিষয়টা উল্লেখ করেছেন, ‘এমন সিদ্ধান্ত আমাকে স্বাস্থগত কারণেই নিতে হয়েছে।’

শুরুতে কেঁদে ফেললেও নিজেকে শান্ত করতে সময় নেন ৩৩ বছর বয়সী। অশ্রুসিক্ত নয়নে আরও বলেছেন, ‘এই সংবাদ সম্মেলন এই জন্যই যে আমি ফুটবলকে বিদায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমার জন্য এই মুহূর্তটা ভীষণ কঠিন।’

ফুটবলকে বিদায় বললেও ক্লাব ও আর্জেন্টিনার হয়ে আগুয়েরো অনেক অর্জন রেখে গেলেন। ৭৮৬ ম্যাচে করেছেন ৪২৭ গোল। এরমধ্যে প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির হয়েই ইতিহাস গড়েন ২০১২ সালে। ইংলিশ লিগের স্মরণীয় গোলটি করেন কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে। ইনজুরি টাইমের তখন ৩ মিনিট ২০ সেকেন্ড। ওই মুহূর্তে তার গোলের কল্যাণেই ৪৪ বছর পর প্রথম শিরোপার স্বাদ পায় ম্যানচেস্টার সিটি। এই অসাধারণ নৈপুণ্যই তখন নিশ্চিত করেছিল, ফুটবল মাঠে নাটক আর উত্তেজনার সঙ্গে আগুয়েরো নামটি জড়িয়ে থাকবে দীর্ঘদিন, কিন্তু স্বাস্থ্যগত ঝুঁকি তার ক্যারিয়ারটা আরও স্থায়ী হতে দিলো না।