ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
‘স্থানীয় সরকারের হাতকে শক্তিশালী করতে নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান’
Published : Thursday, 16 December, 2021 at 12:00 AM
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া  ইউনিয়ন পরিষদের  চেয়ারম্যান পদে  আওয়ামীলীগ মনোনীত  চেয়ারম্যান পদপ্রার্থী একেএম আজাদ ভূইয়া গতকাল ১৫ ডিসেম্বর বুধবার বিকালে তাঁর নিবাচনী এলাকার চন্ডিপুর, আসাদনগরের বিভিন্ন স্থানে  ব্যাপক গণসংযোগ করেন। গণসংযোগ শেষে চেয়ারম্যান পদপ্রার্থী একেএম আজাদ ভূইয়া চন্ডিপুর আজগর আলী ডিলারের বাড়ি প্রাঙ্গণে এক উঠান বৈঠক করেন।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. জাহাঙ্গীর খাঁন চৌধুরী। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন- স্থানীয় সরকারের হাতকে শক্তিশালী করতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট প্রদানের বিকল্প নাই। তাই তিনি সকলকে নৌকা প্রতীকে ভোট প্রদানের আহবান জানান। মালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সফিকুর রহমান জিকোর সভাপতিত্বে উঠান বৈঠক সঞ্চালনায় ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুর রহমান। বক্তব্য রাখেন মালাপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি প্রফেসর খলিলুর রহমান, যুগ্ম সম্পাদক এড. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক রায়হেন মনির রাসেল, মো. কামাল হোসেন মেম্বার, আ: আলীম মেম্বার, আওয়ামীলীগের প্রচার সম্পাদক নুর মোহাম্মদ জনি, যুবলীগের যুগ্ম আহবায়ক মো. বিল্লাল হোসেন, স্বেচ্চাসেকলীগ এর ইউনিয়ন সভাপতি মো. কামাল হোসেন, সহ-সভাপতি মিজানুর রহমান, সভাপতি মাহাবুবুর রহমানসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।