ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মাধ্যমিকে বদলিভিত্তিক ভর্তির সুযোগ থাকছে
Published : Thursday, 16 December, 2021 at 12:00 AM
সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের বদলিভিত্তিক ভর্তির সুযোগ থাকছে এবারও। উভয় বিদ্যালয়ের সম্মতিতে যথাযথ প্রক্রিয়ায় পারস্পরিক বদলিভিত্তিক ভর্তি হওয়া যাবে।
বুধবার (১৫ ডিসেম্বর) সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে ডিজিটাল ভর্তির লটারি উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
শিক্ষামন্ত্রী মাধ্যমিকের প্রথম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী ভর্তির লটারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন বুধবার (১৫ ডিসেম্বর) বিকালে।
শিক্ষামন্ত্রী বলেন, নীতিমালায় নতুন বিষয় সংযোজন করেছি। শিক্ষার্থী একই শ্রেণিতে উভয় বিদ্যালয়ের সম্মতির ভিত্তিতে যথাযথ প্রক্রিয়ায় পারস্পরিক বদলিভিত্তিক ভর্তির সুযোগ রাখা হয়েছে।
কোনও সরকারি কর্মচারী মৃত্যুবরণ করলে তার সন্তানরা যে এলাকায় স্থায়ী হবে, আসন শূন্য থাকার শর্তে সেই এলাকার শিক্ষা প্রতিষ্ঠানে একবারের জন্য ভর্তির সুযোগ পাবে।
কোনও সরকারি বিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থী যার বাবা-মা মারা গেছে, কোনও শিক্ষার্থীর বাবা-মা সরকারি কর্মচারী নন কিন্তু উচ্চশিক্ষার কারণে যদি বাসস্থান পরিবর্তন করতে হয় তাহলে পরিবর্তিত এলাকায় একবারের জন্য ভর্তির সুযোগ পাবেন।
প্রসঙ্গত, বুধবার (১৫ ডিসেম্বর) দেশের জেলা সদর ও মহানগরের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হয়। আগামী ১৯ ডিসেম্বর বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের লটারি অনুষ্ঠিত হবে।
রাজধানীসহ মহানগর ও জেলা সদরগুলোর শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রীয়ভাবে ডিজিটাল লটারিতে অংশ নেবে। আর অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানকে নিজস্ব ব্যবস্থায় লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করাতে হবে। আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে লটারি সম্পন্ন করতে হবে।