দেবিদ্বারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শনী শুরু
Published : Thursday, 16 December, 2021 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার ||
নিউইয়ার্ক প্রবাসী চিকিৎসক ডা.ফেরদৌস খন্দকারের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন-কর্ম ও মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শনী শুরু হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে তিনমাস ব্যাপী উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার অন্তত এক হাজার স্পটে এ প্রামান্যচিত্র প্রদর্শনী চলবে বলে জানা গেছে।
আয়োজকরা জানান, উপজেলার ১৫টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অন্তত এক হাজার স্পটে সন্ধ্যার পর এ প্রদর্শনী চলবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর নির্মিত চলচ্চিত্রসহ ১৫ শে আগস্ট নারকীয় হত্যাকাণ্ড,‘হাসিনা এ ডটারস টেল’ ও মুক্তিযুদ্ধের উপরে নির্মিত বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন করা হবে। প্রমাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস এবং সংগ্রামের গৌরবগাঁথা মানুষের সামনে তুলে ধরতে এই আয়োজন করা হয়েছে।
চলচ্চিত্র প্রদশনীতে এসে ধামতী গ্রামের মো.ইউনুছ মিয়া, আবদুল বারেক, জয়নাল আবেদীন রাজামেহারের মাও. এমদাদ জানান, “এটি একটি চমৎকার উদ্যোগ। বঙ্গবন্ধুর জীবনীর ওপর নির্মিত প্রামান্যচিত্র বড় পর্দার মাধ্যমে দেখতে পেরেছি। এছাড়াও বড় পর্দায় মুক্তিযুদ্ধের ওপর নির্মিত বিভিন্ন চলচ্চিত্রও দেখা হলো। নতুন প্রজন্মও এ প্রদর্শনীর মাধ্যমে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারবে।
নিউইয়ার্ক প্রবাসী চিকিৎসক ডা. ফেরদৌস খন্দকার বলেন, বাঙালির রাজনৈতিক জীবনের এমন কোনো স্থান নেই যেখানে বঙ্গবন্ধুর উপস্থিতি ছিল না। তাকে হত্যার মাধ্যমে বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের চেতনাকে হত্যার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত সেটা সফল হয়নি। আমি চাই প্রত্যন্ত গ্রাম অঞ্চলের নারী পুরুষ ও নতুন প্রজন্ম প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে জানুক বঙ্গবন্ধু ও ৭১ এর মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানুক। দেখুক হায়েনারা কিভাবে বঙ্গবন্ধু ও তার পরিবারকে নির্মমভাবে হত্যা করেছে। উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় এ কার্যক্রম চলবে।