Published : Thursday, 16 December, 2021 at 12:00 AM, Update: 16.12.2021 1:29:02 AM
নিজস্ব
প্রতিবেদক: যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লায় মহান
বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে ব্যাপক কর্মসূচি হাতে নেয়া হয়েছে। দিবসটি
উপলক্ষ্যে কুমিল্লার প্রশাসন, কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর আওয়ামী লীগসহ
বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল-কলেজ-মাদ্রাসা ও
প্রতিষ্ঠানে নানা অনুষ্ঠানের আয়োজন করা হবে। বিজয় দিবসের প্রত্যুষে
কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে ৫০ বার তোপধ্বণির মধ্য দিয়ে দিবসটির শুরু করা
হয়। এছাড়া সকল সরকারি আধা সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা
উত্তোলন করা হবে। সকাল সাড়ে ৬টায় কুমিল্লা টাউন হলে শহীদ মিনারে ফুল দিয়ে
মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে। পরে
কুমিল্লার নগর উদ্যানের বঙ্গবন্ধুর ম্যুরালে, জেলা প্রশাসক কার্যালয়ে
স্মৃতিস্তম্ভে এবং শহীদ জেলা প্রশাসক এ কে এম শাসসুল হক খান স্মৃতি
ভাস্কর্য, পুলিশ সুপার কার্যালয়ে শহীদ পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন
স্মৃতি ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হবে। এছাড়া আলেখারচরে যুদ্ধ জয়
স্মৃতি ভাস্কর্যে পুস্পস্তবক অর্পন করা হবে।
পরে সকাল ৮ টায় কুমিল্লা
ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা
উত্তোলন করা হবে। এছাড়া সেখানে কুচকাওয়াজ ও শরীর চর্চা প্রদর্শনী পরিবেশিত
হবে।
এচাড়া বেলা ১২ টায় কুমিল্লা জেলা প্রশাসক বাসভবন প্রাঙ্গণে
মুক্তিযোদ্ধা পরিবার ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠিত হবে। বাদযোহর
থেকে শুরু করে বিভিন্ন মসজিদ মাদ্রাসা, মন্দির গীর্জাসহ বিভিন্ন উপাসনালয়ে
প্রার্থনা অনুষ্ঠিত হবে। হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু
পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
বিকাল সাড়ে তিনটা থেকে
কুমিল্লা ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর
পরিচালনায় শপথ গ্রহনের আনুষ্ঠানিকতা শুরু হবে। অংশগ্রহনকারীরা সবাই জাতীয়
পতাকা হাতে নিয়ে শপথে অংশ নিবেন। বিকেল সাড়ে চারটায় মূল শপথ পরিচালনা করবেন
প্রধানমন্ত্রী।
বিকাল সাড়ে ৫টায় কুমিল্লা টাউন হলে মুক্তিযুদ্ধ
ভিত্তিক প্রামাণ্যচিত্র প্রদর্শণী এবং পরে আতশবাজি ও ফানুশ উড্ডয়ণ। পরে
টাউন হলে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মুক্তমঞ্চে জাতির পিতার সোনার
বাংলাদেশ বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তির
সর্বোত্তম ব্যবহার শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। পরে সাংস্কৃতিক
অনুষ্ঠান পরিবেশিত হবে।
জেলা আওয়ামী লীগের কর্মসূচি:
মহান বিজয়
দিবস উপলক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা কর্মসূচি
পালিত হবে। কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৭টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন। বিকাল তিনটায় রামঘাটস্থ দক্ষিণ
জেলা আওয়ামী লীগ কার্যালয়ে আলোচনা সভা এবং বিকাল সাড়ে ৪টায় স্বাধীনতার
সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার
পরিচালনায় শপথ অনুষ্ঠানে অংশগ্রহণ। এছাড়াও মহান বিজয় দিবস উপলক্ষ্যে জেলা
আওয়ামী লীগ কার্যালয়ে আলোকসজ্জা করা হয়েছে।
এদিকে মহান বিজয় দিবস
উপলক্ষ্যে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত কর্মসূচিতে দলীয়
নেতাকর্মীদের অংশগ্রহণের আহবান জানিয়েছেন অর্থমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের
সভাপতি আ হ ম মুস্তফা কামাল এবং সাবেক রেলপথ মন্ত্রী ও জেলা আওয়ামী লীগের
সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব।