Published : Thursday, 16 December, 2021 at 12:00 AM, Update: 16.12.2021 1:29:09 AM
মহান
বিজয় দিবস উদযাপন উপলক্ষ্যে কুমিল্লা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের
পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে । গতকাল ১৫ ডিসেম্বর দুপুরে
কুমিল্লা সিটি করপোরেশনের অতীন্দ্রমোহন সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে
প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী
আ ক ম বাহাউদ্দিন বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সিটি
করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা
নাজমুল হাসান পাখী ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউল আহমেদ বাবুল।
অনুষ্ঠানে
সভাপতিত্ব করেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মো: মনিরুল হক সাক্কু ।
অনুষ্ঠানে ৯০ জন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারের
সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয় ।