ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বুড়িচং ও দেবীদ্বারে নৌকার মনোনয়ন পেলেন যারা
Published : Saturday, 8 January, 2022 at 12:00 AM, Update: 08.01.2022 12:51:14 AM
বুড়িচং ও দেবীদ্বারে নৌকার মনোনয়ন পেলেন যারানিজস্ব প্রতিবেদক: সপ্তম ধাপে অনুষ্ঠেয় কুমিল্লার বুড়িচং ও দেবীদ্বার উপজেলায় ২৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। শুক্রবার (৭ জানুয়ারি) প্রার্থীদের নাম প্রকাশ করে কেন্দ্রীয় আওয়ামী লীগ। দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়।
বুড়িচং উপজেলার ৯ টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের চুড়ান্ত প্রার্থীরা হলেন- রাজাপুর ইউনিয়নের  বর্তমান চেয়ারম্যান মোঃ মোস্তফা, বাকশীমূল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুল করিম, বুড়িচং সদর ইউনিয়নে মোঃ জয়নাল আবেদীন, ষোলনল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সিরাজুল ইসলাম, পীরযাত্রাপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন, মোকাম ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ফজলুল হক মুন্সি, ভারেল্লা উত্তর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুর রহমান রব, ভারেল্লা ইউনিয়নের নাছির উদ্দিন ভূইয়া।
ঘোষিত ৯ চেয়ারম্যান প্রার্থীর মধ্যে ৭ জনই চেয়ারম্যান পদে আছেন। কেবল বুড়িচং সদর ও ভারেল্লা দক্ষিণ ইউনিয়নে প্রার্থী পরিবর্তন করেছে আওয়ামী লীগ।
অপরদিকে দেবীদ্বারের ১৫ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা হলেন- ১ নং বড় শালঘর ইউনিয়নে -ইউনুস মিয়া মাস্টার, ২নং ইউসুফপুর ইউনিয়নে -কবির হোসেন, ৩ নং রসুলপুর ইউনিয়নে - বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান, ৪ নং সুবিল ইউনিয়নে -মোঃ নজরুল ইসলাম, ৬ নং ফতেহাবাদ ইউনিয়নে- শাহনাজ মোস্তফা, ৭ নং এলাহাবাদ ইউনিয়নে- বর্তমান চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম সরকার, ৮ নং জাফরগঞ্জ ইউনিয়নে- মোঃ আনোয়ার হোসেন, ৯ নং গুনাইঘর উত্তর ইউনিয়নে মোঃ মোকবল হোসেন মুকুল, ১০নং গুনাইঘর দক্ষিণ ইউনিয়নে- মোঃ হুমায়ুন কবির, ১১নং রাজামেহার- বর্তমান চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সরকার, ১২ নং ভানী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোঃ নুরুজ্জামান ভূঁইয়া মুকুল, ১৩ নং ধামতী ইউনিয়নে সৈয়দ জসিম উদ্দিন, ১৪ নং সুলতানপুর ইউনিয়নে অধ্যক্ষ হুমায়ুন কবির, ১৫ নং বরকামতা ইউনিয়নে- বর্তমান চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম, ১৬ নং মোহনপুর ইউনিয়নে  মোঃ মজিবুর রহমান ভূঁইয়া।
উল্লেখ্য, আগামী ৭ ফেব্রুয়ারী এ দুই উপজেলার ২৪টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে। তফসিল অনুযায়ী ১২ জানুয়ারি পর্যন্ত প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে পারবেন। মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৫ জানুয়ারি। এ ছাড়া প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ জানুয়ারি।