Published : Saturday, 8 January, 2022 at 12:00 AM, Update: 08.01.2022 12:51:26 AM
বুড়িচং
প্রতিনিধি: ৭ম ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয়
মনোনয়ন ঘোষণার পরপরই কুমিল্লার বুড়িচংয়ে এক নৌকা প্রতীকের প্রার্থীর
সমর্থকদের উপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত
৭জন আহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়াও ভাঙচুর করা হয়েছে অন্তত ২ টি
মোটরসাইকেল। শুক্রবার বেলার আড়াইটার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলার
পীরযাত্রাপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহতদেরকে বুড়িচং উপজেলা স্বাস্থ্য
কমপ্লেক্স ও কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসার জন্য ভর্তি করা
হয়েছে। ওই ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বর্তমান চেয়ারম্যান জাকির
হোসেন জাহের। আগামী ৭ ফেব্রুয়ারি বুড়িচং উপজেলার ৯টি ইউনিয়নে নির্বাচন
অনুষ্ঠিত হবে। শুক্রবার চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থীদের নাম ঘোষণা
করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, ইউপি নির্বাচনকে সামনে রেখে
শুক্রবার আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার পর দুপুরে পীরযাত্রাপুর ইউনিয়নে
আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জাকির হোসেন জাহেরর
সমর্থকরা আনন্দ মিছিল বের করেন। এসময় ওই ইউনিয়নের অপর দলীয় মনোনয়ন
প্রত্যাশী স্বেচ্ছাসেবক লীগ কামাল হোসেনের লোকজনের সাথে জাহের চেয়ারম্যানের
লোকজনের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় জাহের
চেয়ারম্যানের ৫ জন সমর্থক ও কামাল হোসেনের ২ জন সমর্থক আহত হন। এসময় ভাংচুর
করা হয় দুটি মোটরসাইকেল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি
নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে নৌকা প্রতীকের মনোনীত প্রার্থী
জাকির হোসেন জাহের অভিযোগ করে বলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি
কামাল হোসেনের নেতৃত্বে অন্তত ৫০ জনের একটি দল তার সমর্থকদের উপর হামলা
চালায়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের
প্রস্তুতি চলছে বলেও জানান তিনি ।
স্বেচ্ছাসেবক লীগ নেতা কামাল হোসেন
জানান, নৌকা প্রতীকের প্রার্থী জাকির হোসেন জাহের নৌকা প্রতীক পাওয়ার পর
মিছিল নিয়ে তার বাড়িঘরে হামলা চালায়। এসময় তিনি মসজিদে ছিলেন। মসজিদ থেকে
আসার পর বিষয়টি জানতে পেরে তার লোকজন একত্রিত হলে উভয়ের মধ্যে
ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। এতে তার দুইজন সমর্থক গুরুতর আহত হয়। এ ঘটনায়
তিনি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
বুড়িচং থানা ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, দলীয় প্রতীকে পাওয়া না পওয়ার বিষয়
নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। উভয় পক্ষকে শান্ত থাকার আহবান জানানো
হয়েছে।এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। লিখিত অভিযোগ পেলে
প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।