ঘরোয়া
ফুটবলে রহমতগঞ্জ এমএফএস মাঝারি মানের দল গড়ে থাকে। সেই দল নিয়েই লড়াকু
ফুটবলের প্রদর্শনীতে প্রায়ই দুর্দান্ত সব মুহূর্তের জন্ম দেয়। এবারের
ফেডারেশন কাপ যেমন। দ্বিতীয়বারের মতো ফেডারেশন কাপের ফাইনালে উঠেছে পুরান
ঢাকার ক্লাবটি। আজ (রবিবার) বিকালে শিরোপা নির্ধারণী মঞ্চে তাদের প্রতিপক্ষ
শক্তিশালী আবাহনী। জয় দিয়ে শিরোপা উদযাপনে ফাইনাল স্মরণীয় করে রাখতে চায়
রহমতগঞ্জ।
২০১৯-২০২০ মৌসুমে বসুন্ধরা কিংসের কাছে হেরে ফেডারেশন কাপে
রানার্স-আপ হয়ে থাকতে হয়েছিল তাদের। সেই হতাশা ঝেরে রহমতগঞ্জের সামনে আবার
ট্রফি জয়ের হাতছানি। স্বপ্নের ট্রফি জেতার জন্য উন্মুখ হয়ে আছেন কোচ ও
অধিনায়ক।
রক্ষণ সামলানোর পাশাপাশি অধিনায়কের আর্মব্যান্ড মাহমুদুল হাসান
কিরণের হাতে। গতকাল (শনিবার) ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে বড় স্বপ্নের
কথা শুনিয়েছেন কিরণ। আবাহনীকে সমীহ করেই এই ডিফেন্ডার বলেছন, ‘আবাহনী
আমাদের কাছে ফেভারিট। যেহেতু ফাইনাল ম্যাচ ভিন্ন ম্যাচ, ইতিহাসের
দ্বারপ্রান্তে এসেছি... আমরা চ্যাম্পিয়ন হতে চাই। আবাহনীর শক্তি-দুর্বলতা
নিয়ে কাজ করেছি। জমজমাট লড়াই দেখতে পারবেন ইনশাআল্লাহ। আমরা দ্রুত কামব্যাক
করতে পারি। সবাই ইতিহাসের অংশ হতে চাই।’
দুই বছর আগে সৈয়দ গোলাম
জিলানির অধীনে রহমতগঞ্জ সাফল্য পেয়েছিল। এবারও দলটির ডাগ আউটে এই সাবেক
ফুটবলার। ট্রফি জিততে চাইছেন তিনিও, ‘আমাদের প্রতিপক্ষ আবাহনী। বাংলাদেশের
ফুটবল বলতে আবাহনী-মোহামেডান; এখন তো অনেক করপোরেট দল এসেছে। তবে আবাহনী
অনেক ভালো দল, তারা চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলে। আমরা চেষ্টা করবো ভালো
একটা খেলা উপহার দিয়ে ট্রফি আদায় করার।’