ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
দেবিদ্বারে সড়কের অবৈধ দোকানপাট উচ্ছেদ
Published : Saturday, 15 January, 2022 at 12:00 AM
শাহীন আলম, দেবিদ্বার।
কুমিল্লার দেবিদ্বারে নিউ মার্কেট পান সড়কে দুই পাশে দখলে থাকা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। অভিযানে সড়ক দখল করে ব্যবসা করার অপরাধে ১৬টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আশিক উন নবী তালুকদার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর সভার সচিব ফখরুল ইসলাম, দেবিদ্বার থানার পুলিশের উপ পরিদর্শক মো. ইকরাম হোসেনসহ পুলিশের একটি টিম। জানা যায়, প্রায় ২৮ লক্ষ টাকা ব্যয়ে নিউ মার্কেটের পান বাজার সড়কটি পাকা করা হয়। যা এখন উদ্বোধনে অপেক্ষায় রয়েছে। পাকা করার পর পর ভ্রাম্যমান ব্যবসায়ীরা তা অবৈধভাবে দখলে নেয়। এতে সাধারণ মানুষের চলাচল করতে ভোগান্তি বেড়ে যায়। বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ প্রকাশিত হলে ইউএনও আশিক উন নবী তালুকদার তা উচ্ছেদ অভিযানে নামেন।
অভিযান পরিচালনার সময়ে কয়েকজন ভোক্তভোগী বলেন, এ সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার মানুষ বাজার সদাই করে এ সড়ক দিয়ে বিভিন্ন স্থানে যাতায়ত করেন। সড়কটি নির্মাণের পর পর কয়েক দফায় অভিযান চালালেও ব্যবসায়ীরা ফের সড়কটি দখলে নেয়। তাদের থামানো যায় না   
উপজেলা নির্বাহী অফিসার আশিক উন নবী তালুকদার বলেন, পানবাজার সড়কটির দুই পাশের অবৈধ স্থাপনা ও  ভ্রাম্যমান ব্যবসায়ীদের উচ্ছেদ করা হয়েছে। অভিযানে সড়কে স্থাপনা রাখার অপরাধে ১৬ ব্যবসায়ীকে ১৯২৫ এর ৩ ধারায় ৫৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে যারা সড়ক দখল করার চেষ্টা করবে তাঁদের বিরুদ্ধে  জেলসহ জরিমানা আদায় করা হবে।