ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় সমতটের কাগজ-এর আয়োজনে শীতার্ত-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ
Published : Saturday, 15 January, 2022 at 12:00 AM
স্টাফ রিপোর্টার : জয় হোক মানবতার-এই স্লোগানকে সামনে রেখে স্বাস্থ্যবিধি মেনে ১৪ জানুয়ারি বেলা ১১টায় সমতটের কাগজ-এর আয়োজনে কুমিল্লা শহরের ইউসুফ হাইস্কুলে শৈত্য প্রবাহের মাঝে ৩০ জন শীতার্ত-অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণ করেন উদীচী কুমিল্লার সভাপতি শেখ ফরিদ, কলেজ অব ক্যামিকেলস্ এন্ড মেটারিয়েলস্, সৌদি আরব-এর অধ্যাপক ড. মোহাম্মদ আবদুল জাফর মজুমদার, সমতটের কাগজ এর সম্পাদক ও প্রকাশক জামাল উদ্দিন দামাল, এপেক্সিয়ান মোঃ আব্বাস উদ্দিন, সমতটের কাগজ এর সহকারি সম্পাদক-কলামিস্ট কাজী মো: আবু হানিফ, ফুলকলি খেলাঘর আসর কুমিল্লার সভাপতি কমল চন্দ্র খোকন, দৈনিক ভোরের ডাক-এর কুমিল্লা জেলা সংবাদদাতা ও কুমিল্লার কাগজের স্টাফ রিপোর্টার মোঃ মিজানুর রহমান, সমতটের কাগজ-এর বার্তা সম্পাদক এহতেশামুল আরেফীন রুমেল, সংস্কৃতিপরায়ণ মানুষ-সমাজসেবী মোঃ সিরাজুল ইসলাম, নবাব ফয়জুন্নেছা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজাদ সরকার লিটন, ব্যবসায়ী বিপাস চন্দ্র, কৃষি ব্যাংকের অফিসার জয়নাল আবেদীন রনি। ওমিক্রন পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই প্রতিবছরের ন্যায় এবারও সমতটের কাগজ-এর আয়োজনে শীতার্ত অসহায় বৃদ্ধ, পথশিশু ও প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এই শীতবস্ত্র বিতরণ কর্মসূচি একাধিকবার নেয়া হয়।