গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণ তিন সদস্যের তদন্ত কমিটি ১৫ জনকে ১০ হাজার টাকা করে অনুদান
Published : Saturday, 15 January, 2022 at 12:00 AM
কুমিল্লার
নাঙ্গলকোট বিরুলি গ্রামে বেলুন ফোলানোর গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণে ১০
শিশুসহ ৩০ জন আহত হবার ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা
প্রশাসন। নাঙ্গলকোট উপজেলার ভূমি কর্মকর্তা আশরাফুল হককে আহবায়ক করে এই
তদন্ত কমিটি গঠন করা হয় বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক
মোহাম্মদ শাহাদাত হোসেন। তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন নাঙ্গলকোট থানার
তদন্ত কর্মকর্তা ও ফায়ার সার্ভিসের একজন প্রতিনিধি। অতিরিক্ত জেলা
প্রশাসক(সার্বিক) শাহাদাত হোসেন আরো জানান, তদন্ত কমিটি ৩ দিনের মধ্যে এই
দুর্ঘটনার আদ্যোপান্ত প্রতিবেদন প্রকাশ করবেন। এছাড়া তদন্ত কমিটির সদস্যরা
আহতদের সার্বিক খোঁজ খবর নেবেন।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে
প্রাথমিক ভাবে ১৫ জন আহতকে ১০ হাজার টাকা করে প্রাথমিক অনুদান দেয়া হয়েছে।
প্রয়োজনে আরো সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেয়া হয়েছে প্রশাসনের পক্ষ
থেকে।
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের নির্বাহী পরিচালক সাজেদা
খাতুন জানান, শুক্রবার সকালে চিকিৎসকরা দেখার পর যাদের উন্নত চিকিৎসা
প্রয়োজন তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নাঙ্গলকোট
উপজেলা নির্বাহী কর্মকর্তা লামইয়া সাইফুল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা
হয়েছে। সেখান থেকে বিষ্ফোরিত সিলিন্ডারটির ভগ্নাবশেষ উদ্ধার করা হয়েছে।
এছাড়া দুর্ঘটনার কারণ এবং আরো অন্যান্যদের কোন ক্ষয়ক্ষতি হয়েছে কি না তা
খতিয়ে দেখা হচ্ছে।
গতকাল বিকালে কুমিল্লা নাঙ্গলকোটে বিরুলি গ্রামে
বেলুন ফোলানোর সিলিন্ডার বিষ্ফোরণে ১০ শিশুসহ ৩০ জন আহত হয়। এর মধ্যে ২১
জনই কুমিল্লার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
আহতদের স্বজনরা বলছে,
পারিবারিক অর্থনৈতিক অবস্থা নাজুক হওয়ায় বেসরকারিভাবে উন্নত চিকিৎসা সম্ভব
না এদের কারোরই। আহতদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, গুরুতর আহতদের
অধিকাংশের পরিবারেরই অর্থনৈতিক অবস্থা নাজুক। তাদের কেউ দিন মজুর, কৃষক
কিংবা রিকশা চালকের পরিবারের সদস্য। এছাড়া বেলুন বিক্রেতার পরিবারের ৬
সদস্যও এই দুর্ঘটনায় আহত হয়।