Published : Saturday, 12 February, 2022 at 12:00 AM, Update: 12.02.2022 12:38:57 AM
নিজস্ব
প্রতিবেদক: সারাদেশে আলোচিত কুমিল্লা কাউন্সিলর কাপ টি-টুয়েন্টি ক্রিকেট
টুর্ণামেন্টের ফাইনাল আজ। শহীদ ভাষাসৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত
স্টেডিয়ামে বেলা ১২ টায় ফাইনালে মুখোমুখি হবে বাঁগিচাগাও নাইন ইলেভেন ও
মুন্সেফবাড়ি স্পোর্টিং ক্লাব। ফাইনাল শেষে টুর্নামেন্টের পুরষ্কার বিতরনী
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবে কুমিল্লা সদর আসনের সংসদ
সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ আ ক ম
বাহাউদ্দিন বাহার। তবে দর্শকদের খেলা দেখার জন্য স্টেডিয়ামে কঠোর
স্বাস্থ্যবিধি মেনে আসতে হবে বলে জানিয়েছে জেলা ক্রিকেট কমিটি।
প্রথম
সেমিফাইনালে ওয়েলফেয়ার ইউনাইটেড রেইসকোর্সকে হারিয়ে ফাইনালে উঠে বাগিচাগাঁও
নাইন ইলেভেন। টসে জিতে রেইসকোর্সকে ব্যাটিংয়ের জন্য আমন্ত্রণ জানায়
বাগিচাগাঁও। ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১২৫
রান সংগ্রহ করে তারা। রেইসকোর্সের পক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৩৪ রান করেন
ইমরান হোসেন। অন্যদিকে বল হাতে ৪ ওভারে ১৬ রান খরচ করে ৩ উইকেট নেন
বাগিচাগাঁওয়ের নাহিদ হাসান। জবাবে ব্যাট করতে নেমে ১৯ ওভার ১ বলে ৬ উইকেট
হাতে রেখে জয়ের লক্ষে পৌছে যায় বাগিচাগাঁও নাইন ইলেভেন। ব্যাট হাতে
বাগিচাগাঁওয়ের হয়ে সর্বোচ্চ ৩৭ রান করেন মাহমুদুল হাসান এবং ৩২ বলে ৩৪ রান
করেন আবু বকর। ব্যাট হাতে দারুণ খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতেন
বাগিচাগাঁওয়ের মাহমুদুল হাসান।
টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে
রোমাঞ্চকর ম্যাচে গ্লাডিয়েটর্স অব টেনকে হারিয়ে ফাইনালে উঠেছে মুন্সেফবাড়ি
স্পোর্টিং ক্লাব। গতকাল মঙ্গলবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত
স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচে মুন্সেফবাড়ি স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়
গ্লাডিয়েটর্স অব টেনের। দুপুর ১২টায় শুরু হওয়া ম্যাচে টসে জিতে ব্যাট করতে
নেমে মুন্সেফবাড়ির বোলিং তোপে ছোট স্কোরে আটকে যায় গ্লাডিয়েটর্সরা।
নির্দিষ্ট ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১০৫ রান সংগ্রহ করে তারা।
গ্লাডিয়েটর্সের হয়ে ব্যাট হাতে সর্বোচ্চ ৫২ রান করেন রবিউল রবি। অন্যদিকে
বল হাতে ৩ ওভারে মাত্র ১৫ রান খরচ করে ৩ উইকেট নেন শরিফুল ইসলাম এবং ৪
ওভারে মাত্র ১৩ রান খরচ করে ২উইকেট নেন আরিফ আহমেদ।
জবাবে ব্যাট করতে
নেমে ১৫ ওভার ৫ বলে মাত্র ৪ উইকেট হারিয়ে সহজেই জয়ের লক্ষে পৌছে যায়
মুন্সেফবাড়ি স্পোর্টিং ক্লাব। দলের হয়ে ব্যাট হাতে দারুণ অবদান রাখেন তৌহিদ
তারেক। ৩৩ বলে সর্বোচ্চ ৩৭ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। এছাড়া দলকে জয়ী
করতে রকিও খেলেন দারুণ ইনিংস। ৩৩ বলে ৩০ রানের রান করেন তিনি।
গত ১০
জানুয়ারি মাঠে গড়ায় কাউন্সিলর কাপের দ্বিতীয় আসর। ৮ জানুয়ারি জমকালো
অনুষ্ঠানের মধ্য দিয়ে উদ্বোধন হয় এই টুর্ণামেন্ট। এই আসরের সবচেয়ে বড়
আকর্ষণ চ্যাম্পিয়ণ দল পাবে এক্সিও প্রাইভেট কার এবং রানার্স আপের জন্য
থাকবে পাঁচ লক্ষ টাকার প্রাইজমানি। জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় কুমিল্লা
জেলা ক্রিকেট কমিটি করছে এই পুরো আয়োজন।
এবারের টুর্নামেন্টে ১নং
ওয়ার্ড থেকে খেলবে ইলেভেন ফাইটার্স নাম্বার ওয়ান(এলাকাবাসীর পক্ষে), ২ নং
ওয়ার্ডে ছোটরা কিংস ষ্টার, ৩ নং ওয়ার্ডে ওয়েলফেয়ার ইউনাইটেড, ৪নং ওয়ার্ডে
রয়েল অব গোমতি, ৫নং ওয়ার্ডে মোগল কিংস, ৮নং ওয়ার্ডে সানরাইজার্স, ১০ নং
ওয়ার্ডে গ্লেডিয়েটর্স অব টেন, ১১নং ওয়ার্ডে মুন্সেফবাড়ি বয়েস ক্লাব, ১২নং
ওয়ার্ডে এনসিসি কিংস, ১৮ নং ওয়ার্ডে সুপার কিংস এইটিন, ২১ নং ওয়ার্ডে
হেভেন টুয়েন্টি ওয়ান, ২২নং ওয়ার্ডে সাউথ ইন, ২৭ নং ওয়ার্ডে পাইলট ক্লাব
টুয়েন্টি সেভের, ৯নং ওয়ার্ডে বাগিচাগাঁও নাইন ইলেভেন(এলাকাবাসীর পক্ষে), ১৭
নং ওয়ার্ডে সেভেনটির ওয়ারিয়র্স (এলাকাবাসীর পক্ষে)। এছাড়া ১৬ নম্বর দলটি
এখনো চুড়ান্ত হবার অপেক্ষায়।