ব্রাহ্মণপাড়ায় 'বীর নিবাস' পাচ্ছেন ১০ মুুক্তিযোদ্ধা পরিবার
Published : Sunday, 13 February, 2022 at 12:00 AM, Update: 13.02.2022 12:48:57 AM
ইসমাইল নয়ন।।
ব্রাহ্মণপাড়া উপজেলার আটটি ইউনিয়নের প্রত্যন্ত গ্রামে "বীর নিবাস" পাচ্ছেন ১০ জন অস্বচ্ছল বীর মুুক্তিযোদ্ধা পরিবার। এ উপজেলায় সরকারীভাবে এ বাসস্থান তৈরী করা হচ্ছে। মুক্তিযোদ্ধাদের মাঝে খুশির আমেজ বিরাজ করছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, অস্বচ্ছল মুুক্তিযোদ্ধাদের আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় বর্তমানে এ উপজেলায় ১২ জন মুুক্তিযোদ্ধা অস্বচ্ছল পরিবারের নামে প্রস্তাবনা অনুমোদন পায়। কিন্তু জায়গায় জটিলতায় ২ জন মুুক্তিযোদ্ধা পরিবারের আবাসন করা যায়নি। তবে শীঘ্রই তাদের আবাসন করে দেওয়া হবে। বীর নিবাসে থাকবে দুটি শয়ন কক্ষ, দুটি শৌচাগার,বৈঠক ঘর, খাবার ঘর ও রান্নাঘর। প্রতিটি বীর নিবাসের কাজ তিন মাসের মধ্যে সম্পন্ন হবে। উপজেলা নির্বাহী অফিসার ও বীর নিবাস প্রকল্প বাস্তবায়ন কমিটির সভাপতি সোহেল রানা বলেন, সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনদের বিনামূল্যে জমিসহ ঘর দেবার পর বীর মুক্তিযোদ্ধাদের জন্য একতলা বাড়ি নির্মাণ করে দেওয়া হচ্ছে। অস্বচ্ছল মুুক্তিযোদ্ধা বা তাদের উত্তরসূরীদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক মর্যাদা বৃদ্ধির লক্ষে সরকার এই প্রকল্প হাতে নিয়েছেন। শীঘ্রই আমরা মুক্তিযোদ্ধাদের ঘর বুঝিয়ে দিতে পারবো।