ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লায় বিদেশি মদসহ গ্রেপ্তার ২
Published : Monday, 14 March, 2022 at 12:00 AM, Update: 14.03.2022 1:02:34 AM
কুমিল্লায় বিদেশি মদসহ গ্রেপ্তার ২কুমিল্লায় প্রাইভেটকারের ভিতরে মাদক পরিবহনের সময় দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। শনিবার সন্ধ্যায় কুমিল্লা সদর উপজেলার জাগুরঝুলি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় উদ্ধার করা হয় ৩৮৪ বোতল বিদেশি মদ। জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত প্রাইভেটকারটি।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলোঃ কুমিল্লার দাউদকান্দি থানারদক্ষিন হাট চান্দিনা গ্রামের দুলাল মিয়ার ছেলে মোঃ সাহিদ মিয়া এবং নরসিংদীর মনোহরদী থানার সৈয়দেরগাঁও গ্রামের মোঃ ফজল আমিনের ছেলে মোঃ সেলিম হোসেন।
তারা দীর্ঘদিন যাবৎ অভিনব কৌশলে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে বিদেশী মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল বলে বলে জানিয়েছে র‌্যাব।
বিষয়টি নিশ্চিত করে র‌্যাব-১১, সিপিসি-২ কুমিল্লার উপ পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণকরা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।