Published : Monday, 14 March, 2022 at 12:00 AM, Update: 14.03.2022 1:03:17 AM
তানভীর
দিপু: ফেব্রুয়ারি মাসে কুমিল্লা জেলায় ১১ টি খুন হয়েছে। এর মধ্যে সদর
দক্ষিণ উপজেলায় ২ টি, চৌদ্দগ্রামে ২ টি, মনোহরগঞ্জে ১টি, বুড়িচংয়ে ২ টি,
চান্দিনায় ১ টি, দাউদকান্দি ১টি, তিতাসে ১টি, হোমনায় ১টি খুনের ঘটনা ঘটে।
এর আগের মাস জানুয়ারিতে কুমিল্লায় হত্যাকান্ডের ঘটনা ঘটেছে ৫টি। দুই মাসে
কুমিল্লায় মোট ১৬ টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। ফেব্রুয়ারিতে নারী ও শিশু
নির্যাতনের ঘটনা ঘটেছে ১৭টি, যা আগের মাসে ছিলো ২৩ টি। এছাড়া ফ্রেব্রুয়ারি
মাসে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে ২৫৬ টি, যা আগের মাসে ছিলো
২৫২ টি। গতকাল কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয় মিলনায়তনে জেলা আইন-শৃঙ্খলা
কমিটির সভায় দেয়া পরিসংখ্যান থেকে এসব তথ্য জানা গেছে। কুমিল্লা জেলা
প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান
অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, সিটি
কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, জেলা পরিষদের সাবেক
প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর ফারুকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন
কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলার বিভিন্ন
উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ।
জেলায় ফেব্রুয়ারি মাসে মোট মামলা দায়ের করা হয়েছে ৪ শ ২২টি। এর আগের মাস জানুয়ারিতে জেলায় মোট মামলা দায়ের হয়েছে ৪২২টি।
এছাড়াও
জেলায় ফেব্রুয়ারি মাসে জেলাজুড়ে মোবাইল কোট পরিচালিত হয়েছে ১৮২ টি। এসব
মোবাইল কোর্টে ৪১৫ টি মামলায় ২৬৩জনকে ৪৬ লাখ ১০ হাজার ৫৫৫ টাকা জরিমানা করা
হয়। কারাদণ্ড প্রদান করা হয় ৯ জনকে। তার আগের মাস জানুয়ারিতে মোবাইলকোর্ট
পরিচিালিত হয় ২৬৭ টি। এসব মোবাইল কোর্টে ৯৫৮ টি মামলায় ৮৯৬ জনকে ৭০ লাখ ৬
হাজার ৩০০ টাকা অর্থদণ্ড দেয়া হয়। এর মধ্যে ৩৩ জনকে কারাদণ্ড প্রদান করা
হয়।