ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
প্রাণ বাঁচাতে সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে
জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
Published : Monday, 14 March, 2022 at 12:00 AM, Update: 14.03.2022 1:03:37 AM
প্রাণ বাঁচাতে সড়কে শৃঙ্খলা ফেরাতে হবেজহির শান্ত:
কুমিল্লায় আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়ার সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা নিয়ে আলোচনা হয়েছে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায়। রবিবার (১৩ মার্চ) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বক্তারা বলেন, মানুষের প্রাণ বাঁচাতে সড়কে শৃঙ্খলা ফেরাতে হবে। কুমিল্লায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় প্রাণহানির খবর পাওয়া যায়। বিষয়টি খুবই মর্মান্তিক এবং দু:খজনক। বক্তারা বলেন, দুর্ঘটনাপ্রবণ এলাকাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। চালকদের প্রশিক্ষিত করতে হবে। আর যে সমস্ত চালকদের কারণে দুর্ঘটনা ঘটে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে; পাশাপাশি সতর্ক থাকতে হবে পথচারীদেরও। এছাড়াও সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যকে পুজি করে যেনো কোনো প্রকার বিশৃঙ্খলা না হয় সেদিকে নজর দিতে হবে। রোজার আগে বাজারে টাস্কফোর্সের অভিযান চালানো হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি, কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ, সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ওমর ফারুকসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তাগণ।
কুমিল্লা নগরীকে সুন্দর ও গোছালোভাবে সাজিয়ে তুলতে নগর পরিকল্পনায় মেধার পরিচয় দিতে হবে উল্লেখ করে বক্তারা বলেন, কুমিল্লা নগরীতে তিন তলার অনুমোদন নিয়ে ১০ তলা বিল্ডিং করা হয়। এখন যদি সেই বিল্ডিং ভেঙ্গে ফেলা হয়; একদিকে যেমন ব্যক্তির ক্ষতি- অন্যদিকে রাষ্ট্রেরও ক্ষতি। তাই সেই বিষয়টি মাথায় রেখেই নগর পরিকল্পনা সাজাতে হবে। অবকাঠামো উন্নয়নের দিকে নজর দিতে হবে।
বিষয়টির সাথে একমত পোষণ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান অধ্যক্ষ রওশন আরা মান্নান এমপি বলেন, পরিকল্পনাহীন কিংবা তিন তলার অনুমোদন নিয়ে ১০ তলা বানানো দুয়েকটা বিল্ডিং ফেলতে হবে। তাহলে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস পাবে না। নগরীতে যানজট নিরসনে সঠিক পদক্ষেপ নিতে হবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। মাদক ছড়িয়ে পড়েছে গ্রামে-গঞ্জে। মাদকের বিরুদ্ধে জোড়ালো অভিযানে নামতে হবে। আমাদের প্রজন্মকে বাঁচাতে হবে।
সাম্প্রতিক সময়ে কুমিল্লায় সড়ক দুর্ঘটনার প্রবণতা বেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত শঙ্কা প্রকাশ করে তিনি বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতন হতে হবে। চালকদের মনস্তাত্ত্বিক প্রশিক্ষণ দিতে হবে। বেপরোয়া চালকদের শাস্তির আওতায় আনতে হবে। কুমিল্লায় প্রতিদিনই সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির খবর আসছে; বিষয়টি অত্যন্ত মর্মান্তিক ও দুঃখজনক।