ফিলিপাইনে ৬.৪ মাত্রার ভূমিকম্প
Published : Monday, 14 March, 2022 at 12:06 PM
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। সোমবার (১৪ মার্চ) ছয় দশমিক চার মাত্রার ভূমিকম্পটি দেশটির প্রধান দ্বীপে আঘাত হানে। এতে রাজধানী ম্যানিলার ভবনগুলো কেঁপে ওঠে বলে জানা গেছে। তবে এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। জারি করা হয়নি কোনো সুনামি সতর্কতাও
জানা গেছে, ভূমিকম্পটি লুজন দ্বীপের বাতান প্রদেশের মোরং থেকে প্রায় ১১০ কিলোমিটার দূরে আঘাত হানে। ভবন কাঁপার শব্দে ম্যানিলার আশপাশের বাসিন্দারা জেগে ওঠে।