ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
করোনায় আক্রান্ত বারাক ওবামা
Published : Monday, 14 March, 2022 at 12:56 PM
করোনায় আক্রান্ত বারাক ওবামাকরোনাভাইরাসে আক্রান্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রবিবার টুইট বার্তায় তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।

টুইটে তিনি বলেন, 'কয়েকদিন ধরে গলায় সমস্যা বোধ করছি। তবে ভালো আছি। মিশেল এবং আমি দুজনেই করোনার প্রতিষেধক বুস্টার ডোজ নিয়েছি আগেই। তার নেগেটিভ এসেছে। আপনি যদি টিকা না নিয়ে থাকেন তবে টিকা নেওয়ার কথা স্মরণ করিয়ে দিচ্ছি এবং ভ্যাকসিন নিতে উৎসাহিত করছি। এমনকি সংক্রমণ যদি কমেও যায় তবুও টিকা নিন।’

সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামার করোনার কোনও সংক্রমণ লক্ষ্য করা যায়নি বলে জানিয়েছেন ওবামা। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্টের পজেটিভ আসায় পর্যবেক্ষণে রয়েছেন তিনি।

যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে গড়ে ৩০ হাজার মানুষ করোনায় সংক্রমিত হন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্যমতে, গত যুক্তরাষ্ট্রে দুই বছরে করোনায় সংক্রমিত হয়ে সাড়ে ৯ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সিডিসির পরিসংখ্যান  বলছে, ৭৫.২ শতাংশ প্রাপ্তবয়স্ক মার্কিনী করোনার পূর্ণ ডোজ টিকার আওতায় এসেছে।

সূত্র: দ্য গার্ডিয়ান