ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিশ্বকাপে প্রথম জয়ের উচ্ছ্বাসে যা বললেন বাংলাদেশ অধিনায়ক
Published : Monday, 14 March, 2022 at 12:58 PM
বিশ্বকাপে প্রথম জয়ের উচ্ছ্বাসে যা বললেন বাংলাদেশ অধিনায়কনারী বিশ্বকাপের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। গত ৫ মার্চে নিউজিল্যান্ডের ডানেডিনে প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩২ রানে হেরে যায় নিগার সুলতানার দল।

দ্বিতীয় ম্যাচে একেবারেই যাচ্ছেতাই পারফরম্যান্স টাইগ্রেসদের। ঘরের মাঠে বাংলাদেশকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারায় নিউজিল্যান্ড। 

দুই ম্যাচে ধরাশায়ী হয়ে এবার ঘুরে দাঁড়াল বাংলাদেশ। হ্যামিল্টনে পাকিস্তানকে ৯ রানে হারিয়ে ইতিহাস গড়ল বাঘিনীরা।

ওয়ানডে বিশ্বকাপে মাত্র তৃতীয় ম্যাচেই প্রথম জয় পেয়ে উচ্ছ্বসিত বাংলাদেশ দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। এই জয়ের পর অনুভূতি বোঝানোর ভাষা জানা নেই তার।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে নিগার বলেন, ‘আমি এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। বিশ্বকাপে আমাদের প্রথম জয় এটি। আমরা আজ ইতিহাস গড়েছি। আমরা এই মোমেন্টার বিশ্বকাপের সামনের ম্যাচগুলোতে ধরে রাখতে চাই। আমরা পাকিস্তান দলকে খুব ভালোভাবে চিনি। ওদের বিপক্ষে অনেকবার খেলেছি। সবশেষ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে দারুণ অভিজ্ঞতা ছিল। সেই ম্যাচে আমরা শেষ ওভারে জিতেছি।’

এ জয়ের আত্মবিশ্বাস সামনের দিনগুলোতেও কাজে লাগানোর আশা বাংলাদেশ অধিনায়কের, ‘যেকোনো জয়ই অনেক আত্মবিশ্বাস দেয়। এই মোমেন্টামই আমরা খুঁজছিলাম। আমাদের দলটা খুব ভালো এবং সবসময় উন্নতি করছে। আমরা জানি যে আমাদের বেশ ভালো সামর্থ্য রয়েছে।’