ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
মুরাদনগরে নব-নির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে মাসিক সাধারণ সভা
মো. হাবিবুর রহমান
Published : Monday, 21 March, 2022 at 10:02 PM
মুরাদনগরে নব-নির্বাচিত চেয়ারম্যানদের নিয়ে মাসিক সাধারণ সভা কুমিল্লার মুরাদনগরে নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যানদের নিয়ে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা ও আইন শৃঙ্খলা কমিটির সভা সোমবার দুপুরে উপজেলা পরিষদের কবি নজরুল কবি নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সাবেক সভাপতি ইউসুফ আবদুল্লাহ হারুন এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আহসানুল আলম সরকার কিশোর।
সভায় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট আবুল কালাম আজাদ তমাল, সহকারী কমিশনার (ভূমি) সুমাইয়া মমিন, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আবু মুছা সরকার, কাজী আবুল খায়ের, আবদুস সামাদ মাঝি, ভিপি জাকির হোসেন, কামাল উদ্দিন খন্দকার, আবদুল কাদির, ইকবাল বাহার, জাকির হোসেন, আব্দুর রহিম পারভেজ, শুকলাল দেবনাথ, গোলাম কিবরিয়া খোকন, সৈয়দ সওকত, আবুল বাশার খান, আরমান মিয়া, বাহার খান, তৈয়বুর রহমান তুহিন, শিমুল বিল্লাল, আবু মুছা আল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা: মুহাম্মদ নাজমুল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা মাইন উদ্দিন আহামেদ সোহাগ, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর কবির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মিজানুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মুহাম্মদ ফয়েজুর রহমান, মুরাদনগর থানার ওসি আবুল হাসিম, উপজেলা শিক্ষা কর্মকর্তা ফওজিয়া আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার ও ইউপি সচিব নাইম সরকার প্রমুখ।
সভায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রন, খাদ্যে ভেজাল বন্ধ করণ, ড্রেজার নিয়ন্ত্রনের মাধ্যমে কৃষি জমি রক্ষা, মাদক নিয়ন্ত্রনসহ কোম্পানীগঞ্জ ও মুরাদনগর বাজারের যানজট নিরসনে ব্যাপক আলোকপাত করা হয়।
সভা শেষে নব-নির্বাচিত চেয়াম্যানদেরকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ ও বিদায়ী চেয়ারম্যানদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা পূরণ করায় দারোরা ইউপি’র সাবেক চেয়ারম্যান শাহজাহান বিএসসি সাবেক সচিব নাইম সরকারকে সম্মাননা সনদ দেওয়া হয়।