কখনো ‘র্যাবের মেজর’ কখনো ‘আইজিপির ভাই’ সেজে প্রতারণা করে আসছিলেন মো. মিনহাজ ও আবু বশর। ভুয়া পরিচয় ব্যবহার করে কখনো প্রলোভন দেখিয়ে, কখনো ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিতেন এই দুজন।
রোববার রাতে চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার নাসিরাবাদ থেকে তাদের গ্রেফতার করেছে র্যাব-৭ এর একটি টিম। তাদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা করেছে র্যাব।
আটকরা হলেন- নগরের হালিশহর হাউজিংয়ের মৃত আবদুস ছাত্তারের ছেলে মো. মিনহাজ (৩৮) ও চট্টগ্রামের বোয়ালখালী থানার পশ্চিম চরণদ্বীপ গ্রামের মৃত জজ মিয়ার ছেলে মো. আবু বশর (৫৫)।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার জানান, কখনো র্যাবের মেজর আবার কখনো আইজিপির ভাই পরিচয় দিতেন দুই প্রতারক। রোববার রাতে তাদের নাসিরাবাদ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে খুলশী থানায় মামলা দেওয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে।