ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুবিতে আইসিটি ডে পালিত
Published : Wednesday, 30 March, 2022 at 12:00 AM, Update: 30.03.2022 12:24:12 AM
কুবিতে আইসিটি ডে পালিতকুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ৯ম, ১০ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ১৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের ১২তম প্রতিষ্ঠাবার্ষিকী, বিভাগের ৯ম, ১০ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও ১৫ ব্যাচের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় প্রকৌশল অনুষদের হলরুমে বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ইমরান মাহমুদ এবং শামীমা খানম তমার সঞ্চালনায় আইসিটি অ্যাসোসিয়েশনের উদ্যেগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিভাগের চেয়ারম্যান ড. মো. সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এফ. এম. আবদুল মঈন।
প্রধান অতিথির ব্যক্তব্যে তিনি বলেন, আইসিটি বিভাগ যেকোন বিশ্ববিদ্যালয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ বিভাগ। কারণ প্রযুক্তি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ওতপ্রোতভাবে জড়িত। আধুনিক বিশ্বে চলার জন্য আইসিটি বিকল্প নেই। আমি আইসিটি বিভাগের সফলতা কামনা করছি।
অনুষ্ঠানে এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী ওমর সিদ্দিকী, বিভাগের সহযোগী অধ্যাপক মো. তোফায়েল আহমেদ, দুলাল চক্রবর্তী, প্রভাষক মাকসুদুর রহমান, এবং আইসিটি অ্যাসোসিয়েশনের উপদেষ্টা আমেনা বেগম ও সভাপতি মো. কাজল হোসেনসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ ।
এছাড়াও বিকাল ৩টা থেকে অনুষদের হলরুমে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কথা রয়েছে।