ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
সাত মাসে কোরআনে কারিম হিফজ সম্পন্ন করলেন ব্রাহ্মণপাড়ার ১০ বছরের শাকিল
Published : Wednesday, 30 March, 2022 at 12:00 AM, Update: 30.03.2022 12:24:33 AM
সাত মাসে কোরআনে কারিম হিফজ সম্পন্ন করলেন ব্রাহ্মণপাড়ার ১০ বছরের শাকিলইসমাইল নয়ন।। মাত্র সাত মাসে সম্পূর্ণ কোরআনে কারিম হিফজ সম্পন্ন করার অনন্য কৃতিত্ব অর্জন করেছে ১০ বছর বয়সী মোঃ সাকিল হোসেন। সাকিল হোসেন কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সদর ইউনিয়নের কল্পবাস গ্রামের জালাল উদ্দিনের ছেলে। সে ৫ ভাইবোনের মধ্যে চতুর্থ। শাকিল হোসেন গত বছরের ২১ নভেম্বর আনুষ্ঠানিকভাবে হিফজ সম্পন্ন করে।
জানা যায়, শাকিল ব্রাহ্মণপাড়ার কল্পবাসে অবস্থিত মুফতি ছৈয়্যদ মুহাম্মদ শামছোদ্দোহা বারীর প্রতিষ্ঠিত মুহিব্বানে রাহমাতুল্লিল আলামীন হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। সে মুহিব্বানে রাহমাতুল্লিল আলামীন হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক হাফেজ মূহাম্মদ রবিউল্লাহ শিকদার এর কাছ থেকে হিফজ সম্পন্ন করেন। এবিষয়ে শিক্ষক মোহাম্মদ রবিউল্লা বলেন, শাকিল হোসেন হিফজ সম্পন্ন করার শেষ পর্যায়ে দৈনিক ৯ পৃষ্ঠা পর্যন্ত মুখস্থ করতেন। মাদ্রাসার পরিচালক মুফতি ছৈয়্যদ মুহাম্মদ শামছোদ্দোহা বারী বলেন, হিফজ শুরু করার পরই আমরা শাকিলের মধ্যে ভিন্নরকমের প্রতিভা অনুভব করি। সে মাত্র ৭ মাসে হিফজ সমাপ্ত করেছে,আলহামদুলিল্লাহ।
মাদ্রাসার পরিচালক আরও বলেন, শাকিল ভালো হাফেজ হওয়ার পাশাপাশি ভবিষ্যতে বড় আলেম হয়ে দেশ ও জাতির সেবা করতে চায়। তিনি শাকিল হোসেনের জন্য এবং তার মাদ্রাসার জন্য দেশবাসীর নিকট দোয়া চেয়েছেন। তিনি বলেন, শাকিলের ঐকান্তিক ইচ্ছা, শিক্ষকদের সম্মিলিত প্রচেষ্টা এবং তার পরিবারের সহযোগিতায় আল্লাহ তাকে খুব শৈশবেই এই মহা পুরস্কারে ভূষিত করেছেন। এজন্য আমরা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করি।