ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
বিটিভি বিতর্কে যবিপ্রবিকে হারিয়ে বিজয়ী কুবি
কুবি প্রতিনিধি
Published : Wednesday, 30 March, 2022 at 7:14 PM
বিটিভি বিতর্কে যবিপ্রবিকে হারিয়ে বিজয়ী কুবিবাংলাদেশ টেলিভিশন বিতর্কে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

আজ (৩০ মার্চ) সকাল সাড়ে ১০ টায় 'নিজ জমিতে চাষের অধিকার থাকলেও গৃহনির্মাণ অধিকার সীমিত করা উচিত' এই বিষয়ে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের মধ্যে বিতর্কটি অনুষ্ঠিত হয়। বিতর্কে পক্ষ দল ছিলো শেখ হাসিনা হল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বিপক্ষ দল ছিলো শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে।

স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম জাতীয় টেলিভিশন (বিটিভি) বিতর্ক প্রতিযোগিতা-২০২২ এ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হল টিমকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল টিম।

বিতর্কে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী মোঃ তারিকুল ইসলাম।

উল্লেখ্য বিতর্কে ১ম বক্তা ছিলেন আইন বিভাগের শিক্ষার্থী মুসা ভূঁইয়া,  ২য় বক্তা ছিলেন আব্দুর রহমান, ৩য় বক্তা ও দল নেতা ছিলেন মোঃ তারিকুল ইসলাম।