ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
আকবরের তাণ্ডবে উড়ে গেলো মোহামেডান
Published : Wednesday, 30 March, 2022 at 7:21 PM
আকবরের তাণ্ডবে উড়ে গেলো মোহামেডানআগের দুই ম্যাচেই আভাস দিয়েছিলেন ঝড়ের। কিন্তু থেমে যান ৬১ ও ৪২ রানের ইনিংস খেলে। বুধবার আর থামলেন না আকবর আলি। যিনি নিজেই নিজেকে নাম দিয়েছেন আকবর দ্য গ্রেট হিসেবে। সেই গ্রেটের ব্যাটিং তাণ্ডবে উড়ে গেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বিকেএসপির তিন নম্বরে মাঠে আকবরের সাইক্লোন ব্যাটিংয়ে মোহামেডানের বিপক্ষে ৩৪৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় গাজী গ্রুপ ক্রিকেটার্স। জবাবে তারকা ব্যাটারদের ব্যর্থতার পরও ২৭৪ রান পর্যন্ত যেতে পেরেছে মোহামেডান, হেরেছে ৭২ রানের ব্যবধানে।

ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে গাজী গ্রুপের হয়ে ফিফটির দেখা পান টপঅর্ডারের তিন ব্যাটার মাহমুদুল হাসান (৫৮ বলে ৫৯), ফরহাদ হোসেন (৮২ বলে ৬২) ও আকবর উর রহমান (৬৪ বলে ৫৪)। তবে শেষের তাণ্ডবটা চালিয়েছেন আকবরই।

ইনিংসের ৪০ ওভার শেষে গাজী গ্রুপের সংগ্রহ ছিল ৪ উইকেটে ২৪০ রান। সেখান থেকে শেষ ১০ ওভারে তারা পায় আরও ১০৬ রান। যেখানে মূল অবদান আকবরের। শেষ পর্যন্ত অপরাজিত থেকে ৫ চার ও ৪ ছয়ের মারে ৪৫ বলে ৮৯ রানের ইনিংস খেলেন তিনি।

এছাড়া তরুণ অফস্পিনিং অলরাউন্ডার এসএম মেহরব হাসানের ব্যাট থেকে এসেছে ২ চার ও ৩ ছয়ের মারে ১৭ বলে ৩৫ রানের ইনিংস। মোহামেডানের পক্ষে দুইটি করে উইকেট নেন ইয়াসির আরাফাত, মোহাম্মদ হাফিজ ও মাহমুদউল্লাহ রিয়াদ।

পরে রান তাড়া করতে নেমে মোহামেডানের হয়ে শুরুতে ঝড় তোলেন রনি তালুকদার। তার ব্যাট থেকে আসে ৬৩ বলে ৮২ রান। কিন্তু হতাশ করেন পারভেজ হোসেন ইমন (৭) সৌম্য সরকার (২৩), মোহাম্মদ হাফিজ (৩০), মাহমুদউল্লাহ রিয়াদ (৭) ও শুভাগত হোমরা (১৩)।

ফলে মাত্র ১৮৩ রানে ৬ উইকেট হারিয়ে জয়ের সম্ভাবনা প্রায় শেষ হয়ে যায় মোহামেডানের। তবে সপ্তম উইকেটে ৯০ রানের জুটি গড়ে আশার ঝিলিক দেখান আরিফুল ইসলাম ও জাহিদুজ্জামান। কিন্তু ৪২ ওভারের পর ১ রানে ৪ উইকেট হারিয়ে বড় পরাজয়ই সঙ্গী হয় মোহামেডানের।

আরিফুল খেলেন ৫৯ রানের ইনিংস, জাহিদুজ্জামান করেন ৪৮ রান। মাত্র ১.১ ওভার বোলিং করে ১ রানে ৩ উইকেট নেন আলআমিন জুনিয়র। এছাড়া হুসনা হাবিব, কাজী অনিক ও আকবর উরের শিকার ২টি করে উইকেট।