Published : Monday, 1 August, 2022 at 12:00 AM, Update: 01.08.2022 1:37:09 AM
চৌদ্দগ্রাম
প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে বসত বাড়ির জমি নিয়ে পূর্ব বিরোধের জের
ধরে প্রতিপক্ষের হামলায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কুলসুমা বেগম(৫৫)
নামের এক মহিলার মৃত্যু হয়েছে। নিহত কুলসুমা বেগম পৌর এলাকার শ্রীপুর
গ্রামের মজুমদার বাড়ির মরহুম আবদুল খালেকের স্ত্রী।গতকাল রোববার পুলিশ
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুলসুমার মরদেহ উদ্ধার শেষে
ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।
স্থানীয়
সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রাম পৌরসভার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়ির
বিধবা কুলসুমা বেগমের সাথে তার ভাসুর ধন মিয়া ও দেবর আরস মিয়ার দীর্ঘদিন
থেকে বসত বাড়ির ২ শতক জায়গা নিয়ে বিরোধ চলে আসছিল। গত শনিবার সকালে আরস
মিয়া, ধন মিয়া, তার ছেলে শাহিন ও সাইফুল বিধবা কুলসুমা ও তার মেয়ে নাজমা
আক্তারকে পিটিয়ে গুরুতর আহত করে। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে
চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায়
রোববার সকালে বিধবার মৃত্যু হয়।
প্রতিবেশী আজাদ হোসেন ও মেয়ের জামাই
ভুট্টু জানান, দীর্ঘদিন থেকে বসতবাড়ির ২ শতক জমি নিয়ে বিধবা কুলসুমার সাথে
ধন মিয়া ও আরস মিয়ার বিরোধ চলছে। এ কারণে তাদের মাঝে ঝগড়া লেগে
থাকতো।শনিবার সকালে ঝগড়ার এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিধবা
কুলসুমা, তার মেয়ে নাজমা আক্তারসহ তিনজন আহত হয়েছেন।
নিহত কুলসুমা
বেগমের ছেলে মোঃ সোহেল মায়ের মরদেহের পাশে বসে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার
জেঠা ধন মিয়া স্থানীয় এক ব্যক্তি থেকে বাড়ির জন্য কিছু জায়গা ক্রয় করেন।
কিন্তু চাচা আরস মিয়া ও জেঠা ধন মিয়ার আমাদের কাছে ২ শতক জায়গা পাবে বলে
দাবি করে। এনিয়ে তারা আমার মাকে মারধর করে। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে
আমরা প্রায় সময় সালিশ ডাকতাম। তারা প্রভাবশালী হওয়ায় কেউ বিচার করতে আসতো
না।
সরেজমিন ঘুরে দেখা গেছে, রোববার সকালে কুলসুমা বেগমের মৃত্যুর খবর
শুনে ধন মিয়া ও আরস মিয়ার পরিবারের লোকজন ঘরে তালা লাগিয়ে পালিয়ে
যায়।এবিষয়ে তাদের কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি। চৌদ্দগ্রাম থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, নিহত কুলসুমার মরদেহ উদ্ধার
শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ময়নাতদন্তের রির্পোটের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে কেউ বাদী হয়ে মামলা
করলে আমরা মামলা নিবো।