ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
শিক্ষার নামে শোষণ নিপীড়ণ বন্ধ করবো -এমপি প্রাণ গোপাল
Published : Monday, 1 August, 2022 at 12:00 AM, Update: 01.08.2022 1:36:52 AM
শিক্ষার নামে শোষণ নিপীড়ণ বন্ধ করবো -এমপি প্রাণ গোপালরণবীর ঘোষ কিংকর:
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এমপি বলেছেন, আমি চান্দিনাতে শিক্ষার নামে শোষণ ও নিপীড়ণ বন্ধ করবো।
রবিবার (৩১ জুলাই) বিকেলে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের চান্দিনা ডা. ফিরোজা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কলেজ শাখার উদ্বোধন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি’র উপস্থিতিতে সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, শিক্ষার নামে রীতিমত নিপীড়ন চলছে। এসএসসি ও এইচএসসি’র ফরম ফিলাপ ৮-১০ হাজার আদায় করে শিক্ষার্থীদের নিপীড়ণ করা হচ্ছে। ওই শোষণ ও নিপীড়ণ চান্দিনাতে থাকবে না। অনার্সে ভর্তি হতে ২০ থেকে ২২ হাজার, ফরম ফিলাপের সময় ৩০-৪০ হাজার! প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সাহায্য নিয়ে যদি চান্দিনায় ডা. ফিরোজা বেগমের নামে একটা বিশ্ববিদ্যালয় করা যায়, তাহলে ওই শোষণ আমি বন্ধ করে ছাড়বো।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যদি বেঁচে থাকেন বাংলাদেশ বেঁচে থাকবে, ওনি যদি চলে বাংলাদেশ চলবে। ওনার নেতৃত্বে বাংলাদেশ উন্নতির চরম শিখরে পৌছবে।
অধ্যাপক ডা. সৈয়দা ফিরোজা বেগম সম্পর্কে তিনি বলেন, তিনি চান্দিনার নারী শিক্ষার অগ্রদূত। তিনি বেগম রোকেয়া ও নবাব ফয়জুন্নেছাদের মত মহিয়সী নারী। তাঁর গুনের শেষ নেই। তিনি এশিয়ার বিখ্যাত গাইনোকলোজিস্ট ও শিশু হাসপাতালের চেয়ারম্যান ছিলেন। যাঁর উৎসাহ ও অনুপ্রেরণা পেয়ে আমি আজ ডাক্তার হয়েছি।
প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানান, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সংসদ সদস্যের সকল দাবী আমি যথাযথ স্থানে পৌঁছে দিব। এসময় তিনি চান্দিনার নারী শিক্ষার্থীদের সৈয়দা ফিরোজা বেগমকে অনুস্মরণ করার পরামর্শ দেন।