Published : Monday, 1 August, 2022 at 12:00 AM, Update: 01.08.2022 1:37:36 AM
নিজস্ব
প্রতিবেদক: বিএনপির কেন্দ্রীয় ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক এবং
কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক হাজী আমিন উর রশিদ ইয়াসিন বলেছেন, এই
সরকার সবক্ষেত্রেই ব্যর্থ। এ সরকারের পতন এখন সময়ের ব্যাপার। দেশ দেউলিয়া
হয়ে গেছে এই সরকারের আমলে। বিদ্যুতের লোডশেডিং, দ্রব্যমূল্য বৃদ্ধি আর
অর্থপাচারে দেশ এখন দেউলিয়া। তাই আগামী দিনে আন্দোলনের কোন বিকল্প নেই।
সরকার হঠাতে সাবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করতে হবে।
গতকাল রোববার
বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে কান্দিরপাড়স্থ জেলা বিএনপির
কার্যালয়ের সামনে সারাদেশে লোডশেডিং ও জ¦ালানি খাতে অব্যবস্থাপনার কিরুদ্ধে
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য
রাখতে গিয়ে হাজী ইয়াসিন এ কথা বলেন।
কুমিল্লা দক্ষিন জেলা বিএনপির যুগ্ম
আহবায়ক এড. আলী আক্কাসের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য
রাখেন, দক্ষিন জেলা বিএনপির সদস্য সচিব জসিম উদ্দিন, বিএনপি নেতা সৈয়দ
জাহাঙ্গীর আলম, আবদুর রউফ চৌধুরী ফারুক, রেজাউল কাইয়ুম, মোস্তফা জামান,
জসিম উদ্দিন ভিপি, কুমিল্লা মহানগর বিএনপির সাবেক আহবায়ক আমীরুজ্জামান
আমীর, মাহাবুব চৌধুরী, বিএনপি নেত্রী হেনা আলাউদ্দিন, চৌদ্দগ্রাম উপজেলা
বিএনপির আহবায়ক কামরুল হুদা, নজির ভূইয়া, জেলা যুবদলের সভাপতি আশিকুর রহমান
মাহমুদ ওয়াসিম, মহানগর যুবদলের সভাপতি উৎবাতুল বারী আবু, ছাত্রদলের সভাপতি
নাদিমুর রহমান শিশির প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে কুমিল্লা দক্ষিণ জেলা
বিএনপির সদস্য সচিব হাজী জসিম উদ্দিন বলেন, কুমিল্লা বিএনপি ও এর সকল
অঙ্গসংগঠনের দলীয় নেতাকর্মীদের আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের
ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নির্দেশ দিবেন; তখনই আমাদের মাঠে ঝাঁপিয়ে পড়তে
হবে। একদিকে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আদায় করতে হবে,
অপরদিকে তারেক রহমানের নির্দেশে দেশ বাঁচানোর আন্দোলনে সক্রিয় থাকতে হবে।
দেশ বাঁচাতে এ সরকারের পতনের বিকল্প নেই।