Published : Tuesday, 13 September, 2022 at 12:00 AM, Update: 13.09.2022 12:49:08 AM
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন দৌলতপুর নজরুল গেইট এলাকায় অভিযান চালিয়ে ৩৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় জব্দ করা হয়েছে গাজাঁ পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান। গত রবিবার রাত ৮টার দিকে অভিযান চালিয়ে এসব গাজাঁ উদ্ধার ও পিকআপ ভ্যান জব্দ করা হয়। এসময় গাড়ি ফেলে মাদক কারবারীরা পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণপাড়া মাধবপুর হতে দুইজন মাদক ব্যবসায়ী (ঢাকা মেট্টো-ন ১৯-৬৬৫৬) নাম্বারযুক্ত একটি পিকআপ ভ্যান দিয়ে মাদকের একটি বড় চালান বাঙ্গরাবাজার থানার দৌলতপুরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর আলম ও এসআই কাজী মোঃ শাহনেওয়াজের নেতৃত্বে একদল পুলিশ দৌলতপুর নজরুল গেইট এলাকায় চেক পোষ্ট স্থাপন করে। আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌলতপুর পল্লী বিদ্যুৎ সাব-স্টেশন অফিসের রাস্তার পাশে গাড়ীটি রেখে পালিয়ে যায়। পরে আসামীদের ফেলে যাওয়া পিকআপ ভ্যানটি তল্লাশী করে গাড়ীর ভিতরে থাকা ৩৮ কেজি গাঁজা এবং আসামীদের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন উদ্ধার করে মাদক পরিবহন কাজে ব্যবহৃত পিকআপ ভ্যানটি জব্দ করে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকবাল হোসেন বলেন, দৌলতপুর নজরুল গেইট এলাকায় অভিযান চালিয়ে ৩৮ কেজি গাজাঁ উদ্ধার করা হয়। জব্দকৃত পিকআপের অজ্ঞাতনামা চালক ও অজ্ঞাতনামা একজন মাদক কারবারী’র বিরুদ্ধে এজাহার দায়ের করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়।