ই-পেপার ভিডিও ছবি বিজ্ঞাপন কুমিল্লার ইতিহাস ও ঐতিহ্য যোগাযোগ কুমিল্লার কাগজ পরিবার
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর বিদায় সংবর্ধনা
Published : Tuesday, 13 September, 2022 at 12:00 AM, Update: 13.09.2022 12:49:13 AM
কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এর বিদায় সংবর্ধনাস্টাফ রিপোর্টার: বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কুমিল্লা জেলা শাখার উদ্যাগে ১১ সেপ্টেম্বর, রবিবার বিকেলে কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ শাখাওয়াত হোসেন রুবেল এর উচ্চ শিক্ষা জনিত কারনে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান জেলা প্রশাসক সন্মেলন কক্ষে আয়োজন করা হয়। এতে প্রাধন অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
অনুষ্ঠানে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি আবদুল কাদের এৱ সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদায়ী অতিথি অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) মোঃ শাখাওয়াত হোসেন রুবেল, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শওকত উসমান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা ) মোহাম্মদ কাবিরুল ইসলাম খান,রেভিনিউ ডেপুটি কালেক্টর কানিজ ফাতেমা।
সংগঠনের কুমিল্লা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাজানের উপস্থাপনার বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আবুল কাশেম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ। পবিত্র কোরান তেলায়াত করেন,অদর্শ সদর পৌর ভূমি এলাকা অফিসের ভূমি সহকারী কর্মকর্তা আবদুল মালেক। এসময় উপস্থিত ছিলেন, যুগ্ন সাধারন সম্পাদক আবুল হোসেন, অর্থ সম্পাদক মোঃ মোবারক হোসেন, দপ্তর সম্পাদক তারেক বিন ওয়ালী, মহিলা সম্পাদক হালিমা আক্তার,সহ- প্রচার সম্পাদক যোবায়ের আহমেদ,সদস্য এমদাদুল হক মজুমদার ,ফিরোজ খান,পঙ্কজ আচ্যর্য প্রমুখ।    কেপশন::কুমিল্লা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ সাখাওয়াত হোসেন রুবেলকে বিদায়ী সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কুমিল্লাৱ সভাপতি আব্দুল কাদের ও সাধারণ সম্পাদক আবুল কাশেম খান।