Published : Tuesday, 13 September, 2022 at 12:00 AM, Update: 13.09.2022 12:49:18 AM
ইসমাইল নয়ন।।
বাজারে নিত্যপণ্যের দাম লাগামহীনভাবে বেড়েই চলেছে। বিশেষ করে জ্বালানি তেলের দাম বাড়ানোকে কেন্দ্র করে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম। এরকম চিত্রই দেখা গেছে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর বাজারসহ অন্যান্য বাজারগুলোতে।
গতকাল ১২ সেপ্টেম্বর উপজেলার সদর বাজারসহ বিভিন্ন বাজার ঘুরে জানা গেছে,ভোজ্য তেলসহ বিভিন্ন ভোগ্যপণ্যের দাম দিন দিন বেড়েই চলেছে। ব্যবসায়ীরা ডিম ব্রয়লার মুরগি, কক মুরগি, সোনালি মুরগির দামও দফায় দফায় বাড়ছে প্রতিনিয়ত। এছাড়াও সমসাময়ীক নানারকম সবজির দামও হাতের নাগালে নেই। অধিকাংশ সবজির দামই বেশি। দাম বেশি হওয়ায় চাহিদা অনুযায়ী সবজিসহ অন্যান্য ভোগ্যপণ্য কিনতে পারছেন না সীমিত আয়ের ক্রেতারা। শুধু তা-ই নয়, অধিকাংশ পণ্যের দাম বেড়ে যাওয়ায় ক্রেতাদের মধ্যে অস্বস্তি দেখা গেছে। বাজারের চিত্র বলছে, টানা কয়েক সপ্তাহ ধরে বাড়তে থাকা ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রিত না হলে চরম বিপাকে পড়তে পারেন উপজেলার সাধারণ মানুষ।
উপজেলার সদর বাজারে নিত্যপণ্য ক্রয় করতে আসা ছবির আহমেদ জানান, অধিকাংশ জিনিসপত্রের দাম বেশি। এখনই বাজার নিয়ন্ত্রণ করা জরুরি। অন্যথায় নিম্ন আয়ের লোকজন চরম সংকটে পড়ে যাবে।
উপজেলার চান্দলা বাজারে বাজার করতে আসা শিল্পী আক্তার জানান, তার স্বামী দিনমজুর। সন্তানদের নিয়ে সীমিত আয়ের সংসারে দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতির কারণে খুব কষ্টে আছেন।
এছাড়াও জানা যায়, বাজারগুলোতে অন্যান্য ভোগ্যপণ্যের পাশাপাশি বিস্কোট সাবান ডিটারজেন (কাপড় দোয়ার গুরো সাবান) অধিক ব্যবহৃত পণ্যের দাম বাড়ছে প্রতিনিয়ত। যে কারণে সীমিত আয়ের সাধারণ মানুষ পড়েছে চরম ভোগান্তিতে। এ ব্যপারে মুদি দোকানি আলাউদ্দিন এ প্রতিনিধি কে বলেন আমরা কি করবো সাধারণ মানুষের সাথে প্রায় দিনই আমাদের ঝগড়াঝাটি করতে হয়, প্রতি দিনই কোম্পানি গুলো দাম বাড়ানোর কারনে আমরা বেশি দামদিয়েই পন্য রাখতে হচ্ছে এবং বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
এ ছাড়া ভোক্তাদের দাবী, সংশ্লিষ্ট দপ্তর যেনো বাজার মনিটরিংয়ের ব্যাপারে দৃষ্টি রাখেন।