রোববার ৮ সেপ্টেম্বর ২০২৪
২৪ ভাদ্র ১৪৩১
স্বামীর সাথে অভিমানে কুমিল্লার এক তরুণীর আত্মহত্যা
প্রকাশ: রোববার, ১১ ফেব্রুয়ারি, ২০২৪, ১২:৫২ এএম |


 স্বামীর সাথে অভিমানে কুমিল্লার এক তরুণীর আত্মহত্যা

রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ায় স্বামীর ওপর অভিমান করে জান্নাতুল আক্তার (২০) নামে কুমিল্লার এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে এই ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের বড় ভাই মো. রাহাত হোসেন জানান, চার মাস আগে আমিনুল ইসলাম নামের একজনের সঙ্গে তার বোনের বিয়ে হয়। পারিবারিক বিষয় নিয়ে চার/পাঁচদিন আগে স্বামীর সঙ্গে তার ঝগড়া হয়।পরে স্বামীর ওপর অভিমান করে তাদের (রাহাত) বাসায় চলে আসেন। আজ বিকেলের দিকে সবার অজান্তে রুমে গিয়ে সিলিংফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি দেন। পরে তারা দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। এরপর পুলিশ এসে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা থানার দলিলচর গ্রামে। তাদের বাবার নাম জাকির হোসেন। জান্নাতুল খিলগাঁও নন্দিপাড়া এলাকায় স্বামীর সঙ্গে থাকতেন। তার স্বামী মেকানিক্সের কাজ করেন।
খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহীন আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা জানতে পেরেছি স্বামীর ওপর অভিমান করে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।













সর্বশেষ সংবাদ
কুমিল্লায় ঘরবাড়ি হারিয়ে দিশেহারা মানুষ
কুমিল্লার তালপুকুর পাড়ে সশস্ত্র হামলার ঘটনায় রনিসহ ১৩২ জনের বিরুদ্ধে মামলা
মাদক সংক্রান্ত বিরোধের জের দাউদকান্দিতে যুবককে কুপিয়ে হত্যা
কুমিল্লায় যুবককে গলা কেটে হত্যার ঘটনায় মামলা
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি কুমিল্লা জেলা শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
কুমিল্লার তালপুকুর পাড়ে সশস্ত্র হামলার ঘটনায় রনিসহ ১৩২ জনের বিরুদ্ধে মামলা
অনুপ্রবেশের দায়ে ভারতের কলকাতায় গ্রেপ্তার এক আওয়ামী লীগ নেতা
কুমিল্লায় খুনের বদলা নিতে জেল ফেরত যুবককে গলা কেটে হত্যা
বন্যায় কুমিল্লার ক্ষয়ক্ষতি প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা
ব্রাহ্মণপাড়ায় প্লাবনের পানিতে মাছ ধরার উৎসব
Follow Us
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ আবুল কাশেম হৃদয় (আবুল কাশেম হৃদয়)
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ১২২ অধ্যক্ষ আবদুর রউফ ভবন, কুমিল্লা টাউন হল গেইটের বিপরিতে, কান্দিরপাড়, কুমিল্লা ৩৫০০। বাংলাদেশ।
ফোন +৮৮ ০৮১ ৬৭১১৯, +৮৮০ ১৭১১ ১৫২ ৪৪৩, +৮৮ ০১৭১১ ৯৯৭৯৬৯, +৮৮ ০১৯৭৯ ১৫২৪৪৩, ই মেইল: [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, কুমিল্লার কাগজ ২০০৪ - ২০২২